Ajker Patrika

পাটগ্রাম থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৪, জড়িত নয় দাবি করলেও তদন্ত কমিটি বিএনপির

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২০: ৩৪
লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা, ভাঙচুর ও আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করে পৌর বিএনপি। ছবি: আজকের পত্রিকা
লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা, ভাঙচুর ও আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করে পৌর বিএনপি। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রধান বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের নামে এ মামলা দায়ের করেন।

এদিকে একই অভিযোগে একইদিন হাতীবান্ধা থানাতেও পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি করেছেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহেদুল ইসলাম।

দুই মামলাতেই সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদের ক্ষতি ও চুরি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। এদিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাবের সহযোগিতায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে তিনজন এবং ২৭ জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।

আসামিরা হলেন বাউরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাটগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, পাটগ্রাম পৌর ধরলা মোড় এলাকার স্থানীয় বাজারের নৈশপ্রহরী আবুল কালাম এবং ২৭ জনের উল্লেখ করা নামের মধ্যে পাটগ্রামের ভেতর বাজারের রেস্তোরাঁর কর্মচারী আব্দুর রশিদ। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ।

এদিকে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ দুপুরে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি সংবাদ সম্মেলন করেছে। পাটগ্রাম পূর্ব বাজারের বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি দাবি করে বলেন, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না।

এ ছাড়া এই ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া পোস্টকে ‘অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক’ বলে উল্লেখ করেন হাসান রাজীব প্রধান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত