Ajker Patrika

জলপাই পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৫৯
জলপাই পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় জলপাই পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শাকিল মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত শাকিল সদর উপজেলার লস্করা পাবনাইয়া পাড়া এলাকার শমসের আলীর ছেলে। 

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন জানান, বিদ্যালয়ের একটি জলপাইগাছের ফল শাকিল মিয়া ও তাঁর বাবা বিক্রি করেন পার্শ্ববর্তী এলাকার এক ব্যক্তির কাছে। আজ দুপুরে বাবা-ছেলে জলপাই ফল পাড়তে যান। এ সময় শাকিল প্রায় ২৫ ফুট উচ্চতার গাছে উঠলে বৃষ্টি শুরু হয়। এতে পা পিছলে গিয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান শাকিল। এ সময় স্থানীয় লোকজন ও শমসের আলী তাঁর ছেলেকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, ‘বাবার চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত