কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিমারি ইউনিয়নের ধাইজান কিশামত গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই গৃহবধূর নাম সুমি আক্তার (২৪)। তিনি ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে আতিকুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১৩ মাস বয়সী এক ছেলে রয়েছে।
নিহতের স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ৩টার দিকে সুমির স্বামী গৃহবধূর মাকে মোবাইল ফোনে কল করে জানায় তাঁর মেয়ে গুরুতর অসুস্থ। এ খবর শুনে তাঁর মা ছুটে আসার পরে সুমির মরদেহ বিছানায় দেখতে পায়। তা দেখে শ্বশুরবাড়ির পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলে তাঁরা জানায় আত্মহত্যা করেছে। শ্বশুরবাড়ির লোকজন ১৩ মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের মা শবিতন বেগম বলেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে আমার জামাই আমাকে মোবাইল ফোনে জানায় আপনার মেয়ে অসুস্থ। আমি এসে দেখি আমার মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে। তাদের জিজ্ঞেস করলে তারা আমাকে বলে সে আত্মহত্যা করেছে। পরে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে তাঁদের জিজ্ঞেস করলে তারা সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নীলফামারী সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নীলফামারীর কিশোরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিমারি ইউনিয়নের ধাইজান কিশামত গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই গৃহবধূর নাম সুমি আক্তার (২৪)। তিনি ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে আতিকুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১৩ মাস বয়সী এক ছেলে রয়েছে।
নিহতের স্বজন ও প্রতিবেশী সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ৩টার দিকে সুমির স্বামী গৃহবধূর মাকে মোবাইল ফোনে কল করে জানায় তাঁর মেয়ে গুরুতর অসুস্থ। এ খবর শুনে তাঁর মা ছুটে আসার পরে সুমির মরদেহ বিছানায় দেখতে পায়। তা দেখে শ্বশুরবাড়ির পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলে তাঁরা জানায় আত্মহত্যা করেছে। শ্বশুরবাড়ির লোকজন ১৩ মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের মা শবিতন বেগম বলেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে আমার জামাই আমাকে মোবাইল ফোনে জানায় আপনার মেয়ে অসুস্থ। আমি এসে দেখি আমার মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে। তাদের জিজ্ঞেস করলে তারা আমাকে বলে সে আত্মহত্যা করেছে। পরে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে তাঁদের জিজ্ঞেস করলে তারা সবাই বাড়ি থেকে বের হয়ে যায়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নীলফামারী সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন কার্যালয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দিয়েছেন।
২১ মিনিট আগেগতকাল শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এক যুবক আর ওই কিশোর ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের। আহতাবস্থায় কিশোরটিকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যা বিক্রি হয়েছে ৫২ হাজার ১৬০ টাকায়।
১ ঘণ্টা আগেনরসিংদীর শিবপুরে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে