Ajker Patrika

নিয়োগ পরীক্ষায় খাতার সঙ্গে হাতের লেখা মিল নেই, ২২ জন আটক

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগে অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক হওয়া চাকরি প্রত্যাশীদের থানায় নিচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগে অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক হওয়া চাকরি প্রত্যাশীদের থানায় নিচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে হাতের লেখা মিল না থাকায় ২২ জন চাকরি প্রত্যাশীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে তাঁদেরকে আটক করা হয়।

২২ জনকে আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জাম আহমদ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় গতকাল শনিবার বেলা ২টার থেকে দিকে। এই সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীদের মধ্যে ২২ জনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে তাঁদের হাতের লেখার কোনো মিল পাওয়া যায়নি। মূলত ভাইভায় অংশগ্রহণকারী এই ২২ পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যা মৌখিক পরীক্ষা নেওয়ার বোর্ডে ধরা পড়ে।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভাইভা বোর্ডে ২২ পরীক্ষার্থীর প্রতারণার মাধ্যমে প্রক্সি নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা ভাইভা বোর্ডের কর্মকর্তাদের কাছে তাঁদের প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। আমরা অভিযুক্তদের পুলিশে সোপর্দ করেছি। তাঁদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত শুক্রবার সকালে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা সদর উপজেলার ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। শনিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২৬ মে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদ পূরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত জেলার স্থায়ী বাসিন্দাদের কাছে শর্ত সাপেক্ষে আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে ১১ হাজার পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত