গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে হাতের লেখা মিল না থাকায় ২২ জন চাকরি প্রত্যাশীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে তাঁদেরকে আটক করা হয়।
২২ জনকে আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জাম আহমদ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় গতকাল শনিবার বেলা ২টার থেকে দিকে। এই সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীদের মধ্যে ২২ জনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে তাঁদের হাতের লেখার কোনো মিল পাওয়া যায়নি। মূলত ভাইভায় অংশগ্রহণকারী এই ২২ পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যা মৌখিক পরীক্ষা নেওয়ার বোর্ডে ধরা পড়ে।
গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভাইভা বোর্ডে ২২ পরীক্ষার্থীর প্রতারণার মাধ্যমে প্রক্সি নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা ভাইভা বোর্ডের কর্মকর্তাদের কাছে তাঁদের প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। আমরা অভিযুক্তদের পুলিশে সোপর্দ করেছি। তাঁদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত শুক্রবার সকালে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা সদর উপজেলার ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। শনিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ২৬ মে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদ পূরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত জেলার স্থায়ী বাসিন্দাদের কাছে শর্ত সাপেক্ষে আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে ১১ হাজার পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে হাতের লেখা মিল না থাকায় ২২ জন চাকরি প্রত্যাশীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে তাঁদেরকে আটক করা হয়।
২২ জনকে আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জাম আহমদ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় গতকাল শনিবার বেলা ২টার থেকে দিকে। এই সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীদের মধ্যে ২২ জনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে তাঁদের হাতের লেখার কোনো মিল পাওয়া যায়নি। মূলত ভাইভায় অংশগ্রহণকারী এই ২২ পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যা মৌখিক পরীক্ষা নেওয়ার বোর্ডে ধরা পড়ে।
গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভাইভা বোর্ডে ২২ পরীক্ষার্থীর প্রতারণার মাধ্যমে প্রক্সি নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা ভাইভা বোর্ডের কর্মকর্তাদের কাছে তাঁদের প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। আমরা অভিযুক্তদের পুলিশে সোপর্দ করেছি। তাঁদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত শুক্রবার সকালে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা সদর উপজেলার ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। শনিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ২৬ মে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদ পূরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত জেলার স্থায়ী বাসিন্দাদের কাছে শর্ত সাপেক্ষে আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে ১১ হাজার পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
২১ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
২৬ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
৩০ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
৩৬ মিনিট আগে