কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলকে ট্রাক চাপা দেওয়ায় ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ধরলা ব্রিজের পশ্চিম প্রান্তে মাটিকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজ্জাজ বিন হিমু (১৬) নামের এই কিশোরের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তাঁর বন্ধু সাদমান সাদিককে (১৬) দুর্ঘটনার পরপরই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাদমান সাদিক ও হাজ্জাজ বিন হিমু দুজনই দশম শ্রেণির ছাত্র ছিল। সাদিক শহরের বানিয়াপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহেদের ছেলে। আরেক কিশোর হিমু শহরের মোল্লাপাড়া এলাকার নুর ইসলাম ও হালিমা হিরা দম্পতির ছেলে। সাদিক কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং হিমু কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থী। পৃথক স্কুল পড়লেও তারা একসঙ্গে ঘোরাফেরা করত।
নিহত সাদিকের খালাতো ভাই রোমান জানান, শুক্রবার সন্ধ্যায় হিমু ও সাদিক মোটরসাইকেলে করে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে চা খাওয়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় মাটিকাটা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। হিমুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরপর রাতে তাঁরও মৃত্যু হয়।
এদিকে দুই কিশোরের মৃত্যুতে তাদের আত্মীয়-স্বজন, স্কুলশিক্ষক ও বন্ধু বান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে জানাজা শেষে সাদিককে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি মুক্তার পাড়া গ্রামে দাফন করা হয়।
ছেলের মৃত্যুর খবরে হিমুর বাবা চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি পৌঁছার পর গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের বাঞ্ছারাম গ্রামে হিমুকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ পরিদর্শক আবু সাঈদ বলেন, কয়লা বোঝাই ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলকে ট্রাক চাপা দেওয়ায় ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ধরলা ব্রিজের পশ্চিম প্রান্তে মাটিকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজ্জাজ বিন হিমু (১৬) নামের এই কিশোরের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তাঁর বন্ধু সাদমান সাদিককে (১৬) দুর্ঘটনার পরপরই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাদমান সাদিক ও হাজ্জাজ বিন হিমু দুজনই দশম শ্রেণির ছাত্র ছিল। সাদিক শহরের বানিয়াপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহেদের ছেলে। আরেক কিশোর হিমু শহরের মোল্লাপাড়া এলাকার নুর ইসলাম ও হালিমা হিরা দম্পতির ছেলে। সাদিক কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং হিমু কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থী। পৃথক স্কুল পড়লেও তারা একসঙ্গে ঘোরাফেরা করত।
নিহত সাদিকের খালাতো ভাই রোমান জানান, শুক্রবার সন্ধ্যায় হিমু ও সাদিক মোটরসাইকেলে করে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে চা খাওয়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় মাটিকাটা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। হিমুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরপর রাতে তাঁরও মৃত্যু হয়।
এদিকে দুই কিশোরের মৃত্যুতে তাদের আত্মীয়-স্বজন, স্কুলশিক্ষক ও বন্ধু বান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে জানাজা শেষে সাদিককে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি মুক্তার পাড়া গ্রামে দাফন করা হয়।
ছেলের মৃত্যুর খবরে হিমুর বাবা চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি পৌঁছার পর গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের বাঞ্ছারাম গ্রামে হিমুকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ পরিদর্শক আবু সাঈদ বলেন, কয়লা বোঝাই ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুরে আব্দুল্লাহ আল নোমান গাজী নামের এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর স্বজনদের অভিযোগ, স্থানীয় এক যুবককে মাদক কারাবারে বাধা দেওয়ার ক্ষোভে নোমানের ওপর এই হামলা চালানো হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজ নামের একটি...
১৪ মিনিট আগেনরসিংদীতে পাওনার ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন (৩৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এই ঘটনা ঘটে। ইসমাইল হোসেন জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৮ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৮ ঘণ্টা আগে