পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণের বিচার না পেয়ে বাবার আত্মহত্যার ঘটনায় ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় দুটি মামলা হয়েছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই কলেজছাত্রীর ভাই বাদী হয়ে মামলা দুটি করেন।
মামলার আসামিরা হলেন–পলাশ চন্দ্র বর্মণ (২৫), শ্যামল চন্দ্র বর্মণ, কাজল বর্মণ (২৩) ও ভবেন বর্মণ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় ওই কলেজছাত্রী তার চাচাতো ভাইয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিল। পথে পলাশ ও তাঁর বন্ধু কাজল মিলে পথরোধ করে তাকে টেনে হিঁচড়ে একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়কে জানালে তিনি আশ্বস্ত করেন যে, বিষয়টি সুরাহা করে দেবেন। কিন্তু এক সপ্তাহেও চেয়ারম্যান কোনো উদ্যোগ না নিলে গত ২৪ জানুয়ারি ওই ছাত্রীর পরিবার চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পেয়ে চেয়ারম্যান ১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে সালিসে বসার সময় দেন। সেদিন সালিসে বিবাদীপক্ষ কেউ উপস্থিত হয়নি। পরে ধর্ষণের বিচার না পেয়ে ওই কলেজছাত্রীর বাবা বাড়ির পাশের একটি গাছে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মামলার বাদী বলেন, ‘প্রতিবেশী ও আসামিদের নানা কটূক্তি, ব্যঙ্গবিদ্রুপ, তিরস্কার মূলক কথাবার্তা এবং হুমকিতে লজ্জায় আমার বাবা আত্মহত্যা করেন।’
মাগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ‘তারা আমাকে অভিযোগ দিলে আমি ১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে তাদের উভয় পক্ষকে বসার জন্য বলি। কিন্তু সেদিন তাদের কেউই আসেনি। এখানে আমার কোনো গাফিলতি ছিল না।’
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত ও তদারক করছি। আসামিদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
পঞ্চগড়ে কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণের বিচার না পেয়ে বাবার আত্মহত্যার ঘটনায় ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় দুটি মামলা হয়েছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই কলেজছাত্রীর ভাই বাদী হয়ে মামলা দুটি করেন।
মামলার আসামিরা হলেন–পলাশ চন্দ্র বর্মণ (২৫), শ্যামল চন্দ্র বর্মণ, কাজল বর্মণ (২৩) ও ভবেন বর্মণ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় ওই কলেজছাত্রী তার চাচাতো ভাইয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিল। পথে পলাশ ও তাঁর বন্ধু কাজল মিলে পথরোধ করে তাকে টেনে হিঁচড়ে একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়কে জানালে তিনি আশ্বস্ত করেন যে, বিষয়টি সুরাহা করে দেবেন। কিন্তু এক সপ্তাহেও চেয়ারম্যান কোনো উদ্যোগ না নিলে গত ২৪ জানুয়ারি ওই ছাত্রীর পরিবার চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পেয়ে চেয়ারম্যান ১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে সালিসে বসার সময় দেন। সেদিন সালিসে বিবাদীপক্ষ কেউ উপস্থিত হয়নি। পরে ধর্ষণের বিচার না পেয়ে ওই কলেজছাত্রীর বাবা বাড়ির পাশের একটি গাছে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মামলার বাদী বলেন, ‘প্রতিবেশী ও আসামিদের নানা কটূক্তি, ব্যঙ্গবিদ্রুপ, তিরস্কার মূলক কথাবার্তা এবং হুমকিতে লজ্জায় আমার বাবা আত্মহত্যা করেন।’
মাগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ‘তারা আমাকে অভিযোগ দিলে আমি ১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে তাদের উভয় পক্ষকে বসার জন্য বলি। কিন্তু সেদিন তাদের কেউই আসেনি। এখানে আমার কোনো গাফিলতি ছিল না।’
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত ও তদারক করছি। আসামিদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৬ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৭ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৯ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৯ ঘণ্টা আগে