Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
মাহিন ইসলাম। ছবি: সংগৃহীত
মাহিন ইসলাম। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও শহরের কাদের ফিলিং স্টেশনের সামনে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিন ইসলাম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নাইস (১৯) নামে আরেক ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মাহিন ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকার আবু হাসানের ছেলে। আহত নাইস একই এলাকার এন্তাজুলের ছেলে। তারা দুজনেই ঠাকুরগাঁও রোড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় দুই বন্ধু মোটরসাইকেলযোগে কাদের ফিলিং স্টেশন অতিক্রম করছিল। এ সময় উত্তর দিক থেকে একটি অটোরিকশা হঠাৎ সড়কে উঠে গেলে দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারায়। মোটরসাইকেলটি প্রথমে অটোরিকশার গায়ে আঘাত করে, পরে পাশের একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে চালক মাহিনের মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে মাহিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

আহত নাইস বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মরকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত