রংপুর প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা–পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি মাদক ব্যবসায়ী পারভেজ রহমান ওরফে পলাশ মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়েছে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলি আদালতে রিমান্ড আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। পিবিআইয়ের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআই এর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক পেয়ারুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছের বাহার কাছনা তেলিপাড়া এলাকায় পারভেজ নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেন। এ সময় মাদক ব্যবসায়ী তাঁর হাতে থাকা ছুরি দিয়ে পেয়ারুলের বাঁ পাঁজরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় একটি মাদক এবং হত্যা মামলা দায়ের করে পুলিশ। শুনানির পর মামলা দুটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
নিহত এএসআই পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের বাসিন্দা। তিনি ২০১১ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। এরপর ২০১৮ সালে রংপুর মেট্রোপলিটন পুলিশে এএসআই পদে পদোন্নতি সূত্রে যোগদান করেন। সর্বশেষ তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। গত শনিবার রাতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা–পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি মাদক ব্যবসায়ী পারভেজ রহমান ওরফে পলাশ মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়েছে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলি আদালতে রিমান্ড আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। পিবিআইয়ের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআই এর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক পেয়ারুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছের বাহার কাছনা তেলিপাড়া এলাকায় পারভেজ নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেন। এ সময় মাদক ব্যবসায়ী তাঁর হাতে থাকা ছুরি দিয়ে পেয়ারুলের বাঁ পাঁজরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় একটি মাদক এবং হত্যা মামলা দায়ের করে পুলিশ। শুনানির পর মামলা দুটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
নিহত এএসআই পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের বাসিন্দা। তিনি ২০১১ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। এরপর ২০১৮ সালে রংপুর মেট্রোপলিটন পুলিশে এএসআই পদে পদোন্নতি সূত্রে যোগদান করেন। সর্বশেষ তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। গত শনিবার রাতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের গবাদিপশু এবং কৃষিপণ্য পরিবহনের গাড়ি প্রবেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বাধা দেয়। যাতায়াতে এ হয়রানির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দহগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট)
৯ মিনিট আগেদুটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালান।
১২ মিনিট আগেজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেছেন, ‘সাদাপাথরের কাছেই বিজিবির সুন্দর একটি ক্যাম্প দেখতে পাচ্ছি। এই ক্যাম্পের সামনে এত বড় একটা ঘটনা ঘটল এবং এক দিনে না কয়েক দিনে। আমরা পত্রিকায় দেখেছি যে লুট হয়েছে। আর আজকে এসে মনে হয়েছে,
১৩ মিনিট আগেচলন্ত বাসে হাত-পা বেঁধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে অজামিনযোগ্য কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে