Ajker Patrika

রংপুরে এএসআই হত্যার আসামির ৩ দিনের রিমান্ড

রংপুর প্রতিনিধি
রংপুরে এএসআই হত্যার আসামির ৩ দিনের রিমান্ড

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা–পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি মাদক ব্যবসায়ী পারভেজ রহমান ওরফে পলাশ মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়েছে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলি আদালতে রিমান্ড আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। পিবিআইয়ের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পিবিআই এর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক পেয়ারুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছের বাহার কাছনা তেলিপাড়া এলাকায় পারভেজ নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেন। এ সময় মাদক ব্যবসায়ী তাঁর হাতে থাকা ছুরি দিয়ে পেয়ারুলের বাঁ পাঁজরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় একটি মাদক এবং হত্যা মামলা দায়ের করে পুলিশ। শুনানির পর মামলা দুটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই। 

নিহত এএসআই পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের বাসিন্দা। তিনি ২০১১ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। এরপর ২০১৮ সালে রংপুর মেট্রোপলিটন পুলিশে এএসআই পদে পদোন্নতি সূত্রে যোগদান করেন। সর্বশেষ তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। গত শনিবার রাতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত