Ajker Patrika

নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৭: ৩৪
নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নাজমুল নামের এক যুবক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখার সময় শনিবার বিকেল পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নাজমুলের সন্ধান মেলেনি।

নিখোঁজ নাজমুল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে। 

নাজমুলের বড় ভাই নাছির আলী বলেন, ‘শুক্রবার দিবাগত মধ্যরাতে নাজমুল ও আরও দুজন কালজানী নদীর পাড়ে বসেছিল। এ সময় বিজিবির একটি টহল দলকে দেখে ভয়ে তাদের একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় নাজমুল ও অপরজন নদীতে ঝাপ দেয়। পরে নদীতে ঝাপ দেওয়া দুইজনের একজন সাঁতরে তীরে উঠে এলেও নাজমুল এখনো নিখোঁজ।’ 

শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি দুঃখজনক। 

ভূরুঙ্গামারী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আজাহার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাজমুলের সন্ধান পাওয়া যায়নি। সে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত