পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক ডিউক মিয়াকে (৩৫) কান ধরে ওঠবস করানো হয়েছে। উপজেলার মহদীপুর ইউনিয়নের দোকানঘর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল থেকে তাঁকে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ডিউক মিয়া উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর (মিয়াপাড়া) গ্রামের বাসিন্দা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ডিউক মিয়া কান ধরে ওঠবস করছেন। এ সময় কয়েকজন যুবকের কণ্ঠ শোনা যায়। ভিডিওর প্রথমে ডিউককে বসে থাকতে দেখা যায়। পরে যুবকেরা তাঁকে দাঁড়াতে বলেন। এরপর তাঁকে পশ্চিম মুখ হয়ে কান ধরে ওঠবস করতে বলা হয়।
এ সময় যুবকদের বলতে শোনা যায়, ‘তুমি আর কখনো আওয়ামী লীগ করবা? তুমি তো অনেক মানুষকে ধরিয়ে দিছিলা।’ জবাবে ডিউক বলেন, ‘না ভাই আমি কাউকে ধরিয়ে দেই নাই। তবে আমি আর কোনো দিন রাজনীতি করব না।’ এ সময় ভিডিওতে যুবকদের একজনকে ডিউককে পেছন থেকে একাধিকবার লাথি মারতে দেখা যায়।
আজ বুধবার সন্ধ্যায় ডিউকের দলীয় পরিচয় নিশ্চিত করে উপজেলা তাঁতী লীগের সভাপতি আকতারুজ্জামান টিটু বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে ডিউক বিচারাধীন একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে দুপুরে গাইবান্ধা থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার থেকে ডিউককে জিম্মি করে বিএনপির একদল যুবক। বেলা ৩টার দিকে ডিউককে দোকানঘর ঈদগাহ মাঠে নিয়ে মারধরসহ কান ধরে ওঠবস করতে বাধ্য করা হয়।’
তবে এই বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ মুশফিকুর রহমান রিপন আজকের পত্রিকার কাছে দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক ডিউক মিয়াকে (৩৫) কান ধরে ওঠবস করানো হয়েছে। উপজেলার মহদীপুর ইউনিয়নের দোকানঘর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল থেকে তাঁকে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ডিউক মিয়া উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর (মিয়াপাড়া) গ্রামের বাসিন্দা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ডিউক মিয়া কান ধরে ওঠবস করছেন। এ সময় কয়েকজন যুবকের কণ্ঠ শোনা যায়। ভিডিওর প্রথমে ডিউককে বসে থাকতে দেখা যায়। পরে যুবকেরা তাঁকে দাঁড়াতে বলেন। এরপর তাঁকে পশ্চিম মুখ হয়ে কান ধরে ওঠবস করতে বলা হয়।
এ সময় যুবকদের বলতে শোনা যায়, ‘তুমি আর কখনো আওয়ামী লীগ করবা? তুমি তো অনেক মানুষকে ধরিয়ে দিছিলা।’ জবাবে ডিউক বলেন, ‘না ভাই আমি কাউকে ধরিয়ে দেই নাই। তবে আমি আর কোনো দিন রাজনীতি করব না।’ এ সময় ভিডিওতে যুবকদের একজনকে ডিউককে পেছন থেকে একাধিকবার লাথি মারতে দেখা যায়।
আজ বুধবার সন্ধ্যায় ডিউকের দলীয় পরিচয় নিশ্চিত করে উপজেলা তাঁতী লীগের সভাপতি আকতারুজ্জামান টিটু বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে ডিউক বিচারাধীন একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে দুপুরে গাইবান্ধা থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার থেকে ডিউককে জিম্মি করে বিএনপির একদল যুবক। বেলা ৩টার দিকে ডিউককে দোকানঘর ঈদগাহ মাঠে নিয়ে মারধরসহ কান ধরে ওঠবস করতে বাধ্য করা হয়।’
তবে এই বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ মুশফিকুর রহমান রিপন আজকের পত্রিকার কাছে দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে