Ajker Patrika

ইভিএম ব্যালটের চেয়ে স্লো, ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইভিএম ব্যালটের চেয়ে স্লো, ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত: সিইসি

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময় পার হলেও চলছে ভোটগ্রহণ। বিকেল সাড়ে চারটার পরও অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ঢাকার নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ধীর গতির কারণে ভোটগ্রহণে সময় লাগছে।

আজ মঙ্গলবার বিকেলে ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময়সীমা পার হওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তুলনামূলকভাবে ইভিএমটা ব্যালটের চেয়ে স্লো। এখনো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ হতে রাত সাতটা আটটা হতে পারে। চারটা পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ হয়েছে বলে অনুমেয়। ধীর গতি দুটো কারণে হয়। ভোটার উপস্থিতি বেশি হলে হয়। এর ইতিবাচক দিক আছে। ইভিএমের সমস্যা সব সময় একই। এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত