Ajker Patrika

গাইবান্ধায় বিএনপির ৩৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২২: ২৪
গাইবান্ধায় বিএনপির ৩৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

গাইবান্ধায় গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিপেটার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। 

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিস্ফোরকদ্রব্য আইনে আজ শনিবার এ মামলা করেন সদর থানার উপপরিদর্শক মো. জাকারিয়া। 

মামলায় ৩৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করাসহ অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২৫০ থেকে ৩০০ জন। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার আসামির বিষয়ে ওসির কাছে জানতে চাইলে তিনি জানাতে রাজি হননি।

এদিকে গ্রেপ্তারের ভয়ে নেতা-কর্মীরা আতঙ্কে আছেন। অনেকে গা ঢাকা দিয়েছেন। 

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেল ৫টার দিকে জেলা বিএনপি শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। এটি শহর প্রদক্ষিণ করে পার্ক রোডে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি-যুবদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। 

একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও যুবদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ দলীয় কার্যালয় থেকে বিএনপির দুজন এবং পৌর শহরে গোরস্থান মোড় থেকে একজন নেতাকে আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত