গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি নিয়ে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এনে বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম চলতি বছরের মার্চ মাসের ২৮ তারিখে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রায় এক মাসের মাথায় আজ বুধবার সদর থানায় মামলাটি রেকর্ড ভুক্ত করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।
মামলায় আসামিরা হলেন—গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. সুমন মিয়া ও নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি রিয়ন ইসলাম রকি।
গাইবান্ধার সদর উপজেলার কামারজানির যমুনা নদীতে থেকে একদল সংঘবদ্ধ চক্র যমুনা নদী থেকে বালু তুলে অবাধে বিক্রি করে। এতে করে ওই এলাকার ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ে। এই সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এর আগে কামারজানি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার আজিজুর রহমান বাদী হয়ে গত ২৫ ফেব্রুয়ারি এই চক্রের রানা ও সাইফুলসহ ১২ থেকে ১৫ জন অজ্ঞাত বালু ব্যবসায়ীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।
এ ছাড়াও অবৈধভাবে বালু তোলার কারণে সদর উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই সংঘবদ্ধ চক্রটির সদস্য মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এ দিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বাংলাভিশনের জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন আজকের পত্রিকাকে, ‘বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় এ রকম একটি বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গাইবান্ধা জেলা সংবাদদাতা সরকার মো. শহিদুজ্জামান বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি খুবই দুঃখজনক। ওই মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে নিঃশর্ত অব্যাহতির আহ্বান জানাচ্ছি।’
গাইবান্ধায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি নিয়ে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এনে বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম চলতি বছরের মার্চ মাসের ২৮ তারিখে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রায় এক মাসের মাথায় আজ বুধবার সদর থানায় মামলাটি রেকর্ড ভুক্ত করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।
মামলায় আসামিরা হলেন—গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. সুমন মিয়া ও নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি রিয়ন ইসলাম রকি।
গাইবান্ধার সদর উপজেলার কামারজানির যমুনা নদীতে থেকে একদল সংঘবদ্ধ চক্র যমুনা নদী থেকে বালু তুলে অবাধে বিক্রি করে। এতে করে ওই এলাকার ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ে। এই সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এর আগে কামারজানি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার আজিজুর রহমান বাদী হয়ে গত ২৫ ফেব্রুয়ারি এই চক্রের রানা ও সাইফুলসহ ১২ থেকে ১৫ জন অজ্ঞাত বালু ব্যবসায়ীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।
এ ছাড়াও অবৈধভাবে বালু তোলার কারণে সদর উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই সংঘবদ্ধ চক্রটির সদস্য মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এ দিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বাংলাভিশনের জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন আজকের পত্রিকাকে, ‘বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় এ রকম একটি বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গাইবান্ধা জেলা সংবাদদাতা সরকার মো. শহিদুজ্জামান বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি খুবই দুঃখজনক। ওই মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে নিঃশর্ত অব্যাহতির আহ্বান জানাচ্ছি।’
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে