পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন রশিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১) ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত অবস্থায় স্ত্রী জেসমিন আক্তার (২৯) ও ছোট মেয়ে জুঁই আক্তার (৭) ও রশিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গতকালই জেসমিন আক্তারের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেছেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে রশিদুলের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে রাফিয়া আক্তার জিম ঘটনাস্থলেই মারা যায়। কৈকুড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত রাফিয়া আক্তার।
অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে জুঁই আক্তার। তাদের কোপানোর পর রশিদুল ইসলাম নিজে বিষপান করে গলা ছুরি দিয়ে কেটে ফেলেন। স্ত্রী-কন্যার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রশিদুল, জেসমিন ও জুঁইকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রশিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তিনি কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে।
এ ব্যাপারে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল তাঁর স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
রংপুরের পীরগাছায় স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন রশিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১) ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত অবস্থায় স্ত্রী জেসমিন আক্তার (২৯) ও ছোট মেয়ে জুঁই আক্তার (৭) ও রশিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গতকালই জেসমিন আক্তারের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেছেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে রশিদুলের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে রাফিয়া আক্তার জিম ঘটনাস্থলেই মারা যায়। কৈকুড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত রাফিয়া আক্তার।
অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে জুঁই আক্তার। তাদের কোপানোর পর রশিদুল ইসলাম নিজে বিষপান করে গলা ছুরি দিয়ে কেটে ফেলেন। স্ত্রী-কন্যার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রশিদুল, জেসমিন ও জুঁইকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রশিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তিনি কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে।
এ ব্যাপারে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল তাঁর স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে