Ajker Patrika

স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, বড় মেয়ের মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২২, ১৯: ৪৯
স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, বড় মেয়ের মৃত্যু

রংপুরের পীরগাছায় স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন রশিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১) ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত অবস্থায় স্ত্রী জেসমিন আক্তার (২৯) ও ছোট মেয়ে জুঁই আক্তার (৭) ও রশিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে গতকালই জেসমিন আক্তারের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেছেন। 

থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে রশিদুলের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে রাফিয়া আক্তার জিম ঘটনাস্থলেই মারা যায়। কৈকুড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত রাফিয়া আক্তার। 

অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে জুঁই আক্তার। তাদের কোপানোর পর রশিদুল ইসলাম নিজে বিষপান করে গলা ছুরি দিয়ে কেটে ফেলেন। স্ত্রী-কন্যার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রশিদুল, জেসমিন ও জুঁইকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রশিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তিনি কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে। 

এ ব্যাপারে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল তাঁর স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত