Ajker Patrika

পঞ্চগড়ে মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে জখম

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে জখম

পঞ্চগড়ে মসজিদের ভেতরে ঢুকে ফয়জুল হক (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গাঞ্জাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। 

মসজিদের মুসল্লিরা জানান, গতকাল রোববার দিবাগত রাতে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। এসময় দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে ফয়জুল হকের মাথায় ও হাতে কুপিয়ে জখম করেন। তখন তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশপাশের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাঁকে সেখানে নেওয়া হয়।

ভুক্তভোগীর ছোট ভাই উসমান গণি বলেন, ভাইয়ের সে রকম কোনো শত্রু নেই। কিন্তু এই ঘটনা কারা ও কী কারণে ঘটাল, তা পুলিশকেই খুঁজে বের করতে হবে। 
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে সচেষ্ট আছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত