বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ে শ্রমিকনেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আইনজীবীর বিরুদ্ধে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় দুই ঘণ্টা ধরে চলমান অবরোধ পুলিশ, জনপ্রতিনিধি ও সিনিয়র আইনজীবীদের আশ্বাসে সমঝোতা হয়েছে।
আজ রোববার দুপুরে কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ এবং মহাসড়ক আটকে দেন পরিবহনশ্রমিকেরা।
মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, রোববার দুপুরে মামলাসংক্রান্ত বিষয় নিয়ে আইনজীবী আবুল কালাম আজাদ লিটনের সঙ্গে পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৪) সাধারণ সম্পাদক আকবর আলীর কথা চলছিল। কথার একপর্যায়ে আইনজীবী লিটন তাঁকে (আকবর) লাঞ্ছিত করেন। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ করেন এবং মহাসড়ক আটকে দেন। এ সময় দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।
এদিকে খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান, পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান, পঞ্চগড় বারের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলীর (পিপি) কক্ষে (উভয় পক্ষের সঙ্গে) আলোচনায় বসেন। আলোচনায় আইনজীবী লিটন তাঁর আচরণের জন্য ভুল স্বীকার করেন। পরে শ্রমিকেরা তাদের অবরোধ তুলে নেন।
নাম না প্রকাশে এক আইনজীবী বলেন, ‘আইনজীবী লিটন আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছেন। সে কারণে তাঁকে আমাদের আগামী মিটিংয়ে সাময়িক বহিষ্কার করা হতে পারে।’
পঞ্চগড়ে শ্রমিকনেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আইনজীবীর বিরুদ্ধে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় দুই ঘণ্টা ধরে চলমান অবরোধ পুলিশ, জনপ্রতিনিধি ও সিনিয়র আইনজীবীদের আশ্বাসে সমঝোতা হয়েছে।
আজ রোববার দুপুরে কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ এবং মহাসড়ক আটকে দেন পরিবহনশ্রমিকেরা।
মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, রোববার দুপুরে মামলাসংক্রান্ত বিষয় নিয়ে আইনজীবী আবুল কালাম আজাদ লিটনের সঙ্গে পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৪) সাধারণ সম্পাদক আকবর আলীর কথা চলছিল। কথার একপর্যায়ে আইনজীবী লিটন তাঁকে (আকবর) লাঞ্ছিত করেন। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ করেন এবং মহাসড়ক আটকে দেন। এ সময় দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।
এদিকে খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান, পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান, পঞ্চগড় বারের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলীর (পিপি) কক্ষে (উভয় পক্ষের সঙ্গে) আলোচনায় বসেন। আলোচনায় আইনজীবী লিটন তাঁর আচরণের জন্য ভুল স্বীকার করেন। পরে শ্রমিকেরা তাদের অবরোধ তুলে নেন।
নাম না প্রকাশে এক আইনজীবী বলেন, ‘আইনজীবী লিটন আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছেন। সে কারণে তাঁকে আমাদের আগামী মিটিংয়ে সাময়িক বহিষ্কার করা হতে পারে।’
ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
১ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’
১ ঘণ্টা আগেগত বছর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মিরাজ। তিনি ছিলেন মৃত আব্দুস ছালামের বড় ছেলে। মাত্র ৫ শতাংশ জমি কিনে বাড়ি করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী দুলাল মণ্ডল দলিল থাকা সত্ত্বেও জমিটি দখলে নিতে দেননি।
২ ঘণ্টা আগে