Ajker Patrika

শ্রমিকনেতাকে লাঞ্ছনার অভিযোগে সড়ক অবরোধ, ২ ঘণ্টা পর সমঝোতা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২১: ৩৮
শ্রমিকনেতাকে লাঞ্ছনার অভিযোগে সড়ক অবরোধ, ২ ঘণ্টা পর সমঝোতা

পঞ্চগড়ে শ্রমিকনেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আইনজীবীর বিরুদ্ধে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় দুই ঘণ্টা ধরে চলমান অবরোধ পুলিশ, জনপ্রতিনিধি ও সিনিয়র আইনজীবীদের আশ্বাসে সমঝোতা হয়েছে। 

আজ রোববার দুপুরে কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ এবং মহাসড়ক আটকে দেন পরিবহনশ্রমিকেরা। 

মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, রোববার দুপুরে মামলাসংক্রান্ত বিষয় নিয়ে আইনজীবী আবুল কালাম আজাদ লিটনের সঙ্গে পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৪) সাধারণ সম্পাদক আকবর আলীর কথা চলছিল। কথার একপর্যায়ে আইনজীবী লিটন তাঁকে (আকবর) লাঞ্ছিত করেন। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ করেন এবং মহাসড়ক আটকে দেন। এ সময় দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। 

এদিকে খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান, পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান, পঞ্চগড় বারের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলীর (পিপি) কক্ষে (উভয় পক্ষের সঙ্গে) আলোচনায় বসেন। আলোচনায় আইনজীবী লিটন তাঁর আচরণের জন্য ভুল স্বীকার করেন। পরে শ্রমিকেরা তাদের অবরোধ তুলে নেন। 

নাম না প্রকাশে এক আইনজীবী বলেন, ‘আইনজীবী লিটন আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছেন। সে কারণে তাঁকে আমাদের আগামী মিটিংয়ে সাময়িক বহিষ্কার করা হতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত