লালমনিরহাট প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিক্ষোভের সময় মহাসড়কে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এ দৃশ্য দেখে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এ দিন কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে মহাসড়কে প্রজেক্টর লাগিয়ে চলমান আন্দোলনে দেশব্যাপী আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য দেখে শিক্ষার্থীসহ পথচারীরা। অনেকেই দূরে মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার দুপুরের পরে একই দাবিতে মিশন মোড়ে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড় চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ থাকলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি। তবে বিগত দিনের চেয়ে আজ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের ওপর গুলি ও হামলা চালায় পুলিশ। সেই সময় সরকার নেট বন্ধ করায় সাধারণ মানুষ এসব দেখতে পারেনি। গণমাধ্যমও এসব ভিডিও প্রচার করতে পারেনি। তাই আমরা এসব দৃশ্য জেলাবাসী তথা দেশবাসীকে দেখাতে মহাসড়কে প্রজেক্টরের ব্যবস্থা করেছিলাম। মানুষ দেখে বিচার–বিশ্লেষণ করবে, জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি ও বেতনভুক্ত পুলিশ কীভাবে নিরস্ত্র মানুষকে হত্যা করছে। এটা এক ধরনের প্রচারণাও বলতে পারেন।’
মিশন মোড়ে একাধিক ব্যবসায়ী বলেন, পাশে পুলিশ ছিল। বাধা দিলেও সাধারণ শিক্ষার্থীরা অনড় ছিল। তারা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন হামলার দৃশ্য দেখিয়েছে। পরে কর্মসূচি পালন শেষে তারা প্রজেক্টর নিয়ে চলে যায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রজেক্টরের বিষয়টি জানার পরে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলে তারা স্বেচ্ছায় তা বন্ধ করে কর্মসূচি সমাপ্ত করে চলে যায়। আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে প্রজেক্টর প্রদর্শন করেনি।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিক্ষোভের সময় মহাসড়কে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এ দৃশ্য দেখে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এ দিন কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে মহাসড়কে প্রজেক্টর লাগিয়ে চলমান আন্দোলনে দেশব্যাপী আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য দেখে শিক্ষার্থীসহ পথচারীরা। অনেকেই দূরে মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার দুপুরের পরে একই দাবিতে মিশন মোড়ে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড় চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ থাকলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি। তবে বিগত দিনের চেয়ে আজ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের ওপর গুলি ও হামলা চালায় পুলিশ। সেই সময় সরকার নেট বন্ধ করায় সাধারণ মানুষ এসব দেখতে পারেনি। গণমাধ্যমও এসব ভিডিও প্রচার করতে পারেনি। তাই আমরা এসব দৃশ্য জেলাবাসী তথা দেশবাসীকে দেখাতে মহাসড়কে প্রজেক্টরের ব্যবস্থা করেছিলাম। মানুষ দেখে বিচার–বিশ্লেষণ করবে, জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি ও বেতনভুক্ত পুলিশ কীভাবে নিরস্ত্র মানুষকে হত্যা করছে। এটা এক ধরনের প্রচারণাও বলতে পারেন।’
মিশন মোড়ে একাধিক ব্যবসায়ী বলেন, পাশে পুলিশ ছিল। বাধা দিলেও সাধারণ শিক্ষার্থীরা অনড় ছিল। তারা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন হামলার দৃশ্য দেখিয়েছে। পরে কর্মসূচি পালন শেষে তারা প্রজেক্টর নিয়ে চলে যায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রজেক্টরের বিষয়টি জানার পরে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলে তারা স্বেচ্ছায় তা বন্ধ করে কর্মসূচি সমাপ্ত করে চলে যায়। আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে প্রজেক্টর প্রদর্শন করেনি।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৫ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে