Ajker Patrika

ফুলবাড়ীতে পরিত্যক্ত খাল থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে পরিত্যক্ত খাল থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীদের সহযোগিতায় তাঁর পরিচয় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। 

ওই নারীর নাম সন্ধ্যা রানী (৪২)। তিনি ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ নূরপুর গ্রামের মৃত অনিল চন্দ্র রায়ের স্ত্রী তিনি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। 

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ছবি দেখে রেলস্টেশন এলাকার স্থানীয়রা জানিয়েছেন, ওই নারীকে তারা স্টেশন এলাকায় ঘুরতে দেখেছে, তাঁদের কাছে তাঁর পরিচয় বলছিলেন। সে সূত্র ধরে ঘোড়াঘাট থানার সহযোগিতায় তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী। তিন দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। 

সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত