Ajker Patrika

সুন্দরগঞ্জে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
সুন্দরগঞ্জে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাড়া বাসা থেকে মো. এন্তাজুল মিয়া নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতোলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম এ আজিজ। তিনি বলেন, `লাশ মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহত এন্তাজুল মিয়ার বাড়ি ছাইতানতোলা ইউনিয়নের সোনারায় গ্রামে। নিজের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভাড়া বাসায় থাকতেন তিনি। সেখানে থেকে তিনি কাঠের ব্যবসা করতেন। 

এন্তাজুল মিয়ার বাবা মো. মজির উদ্দিন প্রামাণিক বলেন, `গতকাল শুক্রবার বিকেলে ছেলের সঙ্গে দেখা হয়েছিল। এরপর আর দেখা হয়নি। পরে আজ শনিবার সকাল ৯টার দিকে সংবাদ পাই ছেলে নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ছেলের দুই স্ত্রী আছে।’ 

প্রথম স্ত্রী মোছা রেহেনা বেগম ও পরিবারের লোকজন জানান, গতকাল দুপুরে বাড়িতে ভাত খেয়ে বের হন এন্তাজুল। এরপর তাঁর সঙ্গে আর কথা বা দেখা হয়নি। আজ সকাল ৯টার দিকে মোবাইল ফোনে আত্মহত্যার বিষয়টি তিনি জানতে পারেন। 

রেহেনা বেগম বেগম বলেন, `স্বামীর শরীরে অসংখ্য কাটার দাগ আছে। শুনেছি কাজলি বেগম নামের আরেক মেয়েকে বিয়ে করেছেন মাস ছয়েক আগে। তবে সেই মেয়ের সঙ্গে ইদানীং সম্পর্ক ভালো ছিল না।’ 

ভাড়াবাসার মালিক মো. মিন্টু মিয়ার মা মোছা মেনেকজান বেওয়া বলেন, `আমার ছেলে আমার বাইরে থাকেন। এই বাড়িতে আমি আর এন্তাজুল থাকি। গতকাল শুক্রবার আছরের নামাজের দিকে আমি মেয়ের বাড়িতে যাই। তখন এন্তাজুলের সঙ্গে দেখা হয়েছে আমার। পরে আজ সকাল ৮টার দিকে মেয়ের বাড়ি থেকে ফিরে আসি। এরপর আবারও বাড়ি থেকে বের হই এবং বাজার করে বাড়িতে ফিরে আসি। তখনো এন্তাজুলের রুম বন্ধ পাই এবং তাঁর রুমের বাইরের লাইট জ্বলছিল। পরে তাঁকে ডাকাডাকি করি। কোনো শব্দ না পেয়ে রুমের ছিদ্র দিয়ে দেখি তাঁর লাশ ঝুলছে।’ 

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম এ আজিজ স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, `দুই স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছে অনেক দিন ধরে। ভীষণ দুর্বল ছিলেন দুই স্ত্রীর প্রতি। তিনি বিভিন্নভাবে ম্যানেজ করতেও পাচ্ছেন না। এমতাবস্থায় গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৮টার মধ্যে যে কোনো সময় তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত