দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা দিনাজপুর সরকারি কলেজের সম্মুখ সড়কে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
প্রায় এক ঘণ্টা আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যুবলীগের ১৫-১৬টি মোটরসাইকেলে মছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়। পরে ছাত্রলীগ তাদের সঙ্গে একীভূত হয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
পরে গাছের ডাল ও বাঁশের লাঠি দিয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এদিকে বেলা ১১টায় দিনাজপুর শহরের ফুলবারড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা দিনাজপুর সরকারি কলেজের সম্মুখ সড়কে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
প্রায় এক ঘণ্টা আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যুবলীগের ১৫-১৬টি মোটরসাইকেলে মছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়। পরে ছাত্রলীগ তাদের সঙ্গে একীভূত হয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
পরে গাছের ডাল ও বাঁশের লাঠি দিয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এদিকে বেলা ১১টায় দিনাজপুর শহরের ফুলবারড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শনিবার রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন হিরণকে দেখতে পেয়ে আটক করে। প্রথমে তাঁরা তাঁকে মিষ্টি খাওয়ান, পরে গণধোলাই দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১ মিনিট আগেচিকিৎসকের পরামর্শে স্বজনেরা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে কম টাকায় ঢাকাফেরত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে স্বজনেরা নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সেটি ছেড়ে যাবে, এ মুহূর্তে শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে
৫ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
১০ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
১৩ মিনিট আগে