Ajker Patrika

ডিমলায় বুড়িতিস্তার বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৪, ১৫: ০০
ডিমলায় বুড়িতিস্তার বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

ভারী বর্ষণ আর উজানের ঢলে নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মধ্যম সুন্দর খাতা এলাকায় বুড়িতিস্তা নদীর মূল বাঁধের প্রায় ৬০ মিটার অংশ ভেঙে গেলে এসব গ্রাম প্লাবিত হয়। তাতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, অনেক কৃষকের জমির ফসল ও আমন ধানের বীজতলা তলিয়ে গেছে।

সুন্দর খাতা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ষাটের দশকের বাঁধ এখনো মজবুত থাকার কথা নয়। এর আগে বাঁধটি ভেঙে প্রায় ২০ বছর অনাবাদি ছিল হাজার একর জমি। অথচ টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তিনি বলেন, তাঁর গ্রামের অন্তত ৫০ জন কৃষকের আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে।

একই এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘প্রবল বর্ষণ ও উজানের ঢল নেমে আসায় বাঁধটি ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় ঘরে থাকা মালপত্র খাটের ওপর রেখেছি। রাতে যদি বৃষ্টি হয়, তাহলে আর বাড়িতে থাকা যাবে না। আমরা পরিবার নিয়ে বিপদে আছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় ওই এলাকার অন্তত এক হাজার বিঘা আবাদি জমি সাময়িক পতিত হয়ে পড়বে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে পুরোনো এই বাঁধটি আমাদের আওতায় কি না—এ ব্যাপারে সংশয় আছে। কাগজপত্র দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত