Ajker Patrika

প্রেমিকার বিয়ের পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রেমিকার বিয়ের পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে প্রেমিকার বিয়ের খবর শুনে অনিমেষ চন্দ্র (১৬) নামের এক কিশোর অভিমানে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। অনিমেষ সদর উপজেলার বগুলাডাঙ্গী আর্দশপাড়া গ্রামের মৃত. রমেশ চন্দ্রের ছেলে। 

আজ সোমবার উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী আর্দশ গ্রামের নিজ বাড়ি সামনে থেকে অনিমেষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরিবার ও স্থানীয়রা জানায়, গভীর রাতে অনিমেষ খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। পরে সকালে বাড়ির অদূরে কাঁঠালগাছের মগডালে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠায়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, এক মেয়ের সঙ্গে অনিমেষের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। প্রেমিকার বিয়ে হওয়ার কথা শুনে সে মানসিক ভারসাম্যহীনতায় ছিল। হয়তো এ কারণে সে আত্মহত্যার পথ বেছে নেয়। 

ভূল্লী থানার ভারপ্রাপ্ত (ওসি) দুলাল উদ্দিন জানান, অনিমেষের মরদেহ পোস্টমর্টেম করা হয়েছে। সুরতহাল রিপোর্টেও কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত