উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে রাতের অন্ধকারে রড ছাড়াই আরসিসি সড়কে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে কাজ ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও শ্রমিকেরা। গতকাল শনিবার রাত ১১টার দিকে উলিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নাজমার বাড়ির সামন থেকে নাড়িকেলবাড়ী খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের একাংশে এ ঘটনা ঘটে।
পৌরসভা সূত্রে জানা যায়, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় পৌর সদরের ওই সড়কে আরসিসি ও ড্রেন নির্মাণে বরাদ্দ হয় প্রায় ৩ কোটি ৩৬ লাখ টাকা। প্রায় ২ হাজার ২০ মিটার সড়কের মধ্যে ৬৭৫ মিটারে কাজ শুরু হয় ২০২৪ সালের এপ্রিল মাসে। প্রকল্পটি পায় নোয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা অ্যান্ড সন্স। তবে কাজ পরিচালনা করছেন লালমনিরহাটের শাহাদৎ হোসেন ও কুড়িগ্রামের রব্বানী নামের দুই সাবঠিকাদার।
স্থানীয় বাসিন্দারা জানান, শুরু থেকেই ধীরগতিতে কাজ চলছে। প্রয়োজনীয়সংখ্যক শ্রমিক না থাকায় দীর্ঘদিন সড়ক খোঁড়াখুঁড়ির পর তা অপরিচালনাযোগ্য হয়ে পড়ে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এলাকাবাসী প্রতিবাদ করলে কাজ বন্ধ রাখা হয়।
এলাকার মঞ্জুরুল করিম, রফিকুল ইসলাম, নুরুজ্জামান, বিলকিস বেগম ও শিরিন খান অভিযোগ করেন, গতকাল রাতে প্রকৌশলীদের যোগসাজশে ঠিকাদার রড ছাড়াই প্রায় ১৫ মিটার সড়কে ঢালাই করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে শ্রমিকেরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা জড়ো হলে ঠিকাদারের লোকজন পালিয়ে যান। ঘটনার পর দুই সাবঠিকাদার শাহাদৎ হোসেন ও রব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম রাতে ঢালাইয়ের কথা স্বীকার করে বলেন, শ্রমিক কম থাকায় রড বসিয়ে ঢালাই করা সম্ভব হয়নি। অতিরিক্ত ঢালাইসামগ্রী পড়ে যাওয়ায় তা রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এটা ছোট ঘটনা, এ নিয়ে শোরগোল না করাই ভালো।
এ বিষয়ে উলিপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, ঘটনাটি তদন্তে নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামের উলিপুরে রাতের অন্ধকারে রড ছাড়াই আরসিসি সড়কে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে কাজ ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও শ্রমিকেরা। গতকাল শনিবার রাত ১১টার দিকে উলিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নাজমার বাড়ির সামন থেকে নাড়িকেলবাড়ী খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের একাংশে এ ঘটনা ঘটে।
পৌরসভা সূত্রে জানা যায়, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় পৌর সদরের ওই সড়কে আরসিসি ও ড্রেন নির্মাণে বরাদ্দ হয় প্রায় ৩ কোটি ৩৬ লাখ টাকা। প্রায় ২ হাজার ২০ মিটার সড়কের মধ্যে ৬৭৫ মিটারে কাজ শুরু হয় ২০২৪ সালের এপ্রিল মাসে। প্রকল্পটি পায় নোয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা অ্যান্ড সন্স। তবে কাজ পরিচালনা করছেন লালমনিরহাটের শাহাদৎ হোসেন ও কুড়িগ্রামের রব্বানী নামের দুই সাবঠিকাদার।
স্থানীয় বাসিন্দারা জানান, শুরু থেকেই ধীরগতিতে কাজ চলছে। প্রয়োজনীয়সংখ্যক শ্রমিক না থাকায় দীর্ঘদিন সড়ক খোঁড়াখুঁড়ির পর তা অপরিচালনাযোগ্য হয়ে পড়ে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এলাকাবাসী প্রতিবাদ করলে কাজ বন্ধ রাখা হয়।
এলাকার মঞ্জুরুল করিম, রফিকুল ইসলাম, নুরুজ্জামান, বিলকিস বেগম ও শিরিন খান অভিযোগ করেন, গতকাল রাতে প্রকৌশলীদের যোগসাজশে ঠিকাদার রড ছাড়াই প্রায় ১৫ মিটার সড়কে ঢালাই করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে শ্রমিকেরা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যান। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা জড়ো হলে ঠিকাদারের লোকজন পালিয়ে যান। ঘটনার পর দুই সাবঠিকাদার শাহাদৎ হোসেন ও রব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম রাতে ঢালাইয়ের কথা স্বীকার করে বলেন, শ্রমিক কম থাকায় রড বসিয়ে ঢালাই করা সম্ভব হয়নি। অতিরিক্ত ঢালাইসামগ্রী পড়ে যাওয়ায় তা রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এটা ছোট ঘটনা, এ নিয়ে শোরগোল না করাই ভালো।
এ বিষয়ে উলিপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, ঘটনাটি তদন্তে নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে দলটির কয়েকজন নেতা বলতে থাকেন, ‘এসব নিয়ে নিউজ করা যাবে না। এতে দলের বদনাম হবে।’ ওই সময় তাঁদের সামনেই বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলতে থাকেন, তিনি চার মাসের ভাড়া পাবেন। তাঁকে ভাড়া দেওয়া হয়নি। ভাড়ার টাকা দিয়েই তিনি সংসার চালান। ভাড়া না পেয়ে বিপদে পড়েছেন।
৫ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে