কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন শামসুল আলম সরকার ওরফে মোস্তফা শামসুল। তিনি একজন সরকারি কর্মচারী হয়েও একটি রাজনৈতিক দলের গুরুপূর্ণ পদ দখলে রেখেছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে। যা সরকারি চাকরিবিধির স্পষ্ট লঙ্ঘন।
সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব পদে দায়িত্ব নেওয়ায় তাঁর নিজ দলসহ প্রাথমিক শিক্ষা বিভাগে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সমালোচনার জন্ম দিয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি-২৫(১)-এ বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দল বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে কোনোভাবে যুক্ত হতে বা কোনো প্রকারে অংশগ্রহণ বা সহযোগিতা করতে পারবেন না।’ বিধি ২৫(৩)-এ বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী আইন পরিষদ নির্বাচনে কোনো প্রকার প্রচারণা অথবা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব প্রয়োগ অথবা অংশগ্রহণ করতে পারবেন না।’
গত ৩০ এপ্রিল উমর মজিদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অংশগ্রহণ নিষেধ থাকলেও শিক্ষক শামসুল আলম বিধি ভঙ্গ করে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব পদ বাগিয়ে নিয়েছেন।
এ নিয়ে ১৮ মে আবু সাঈদ সরকার নামের আহ্বায়ক কমিটির এক সদস্য কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের (ডিপিইও) কাছে লিখিত অভিযোগ দেন। ডিপিইও স্বপন কুমার রায় চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিপিও স্বপন কুমার বলেন, সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক দল কিংবা কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্পূর্ণ নিষেধ। লিখিত অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে ডেকে নেওয়া হয়েছিল। ইউনিয়ন বিএনপির সদস্যসচিব পদে থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তাঁকে সতর্ক করা হয়েছে। এরপরও তিনি রাজনৈতিক দলের পদ ছেড়ে না দিলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ডিপিইওর মৌখিক সতর্কবার্তার পরও ওই শিক্ষক দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে চলছেন বলে ইউনিয়ন বিএনপির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি বিএনপির কমিটি থেকে পদত্যাগ না করে ২২ মে কমিটির পরিচিতি পর্বসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভা আহ্বান করে তাতে অংশও নিয়েছেন। ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
অভিযোগকারী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সাঈদ সরকার বলেন, ‘ওই শিক্ষক সরকারি চাকরি করেও কীভাবে রাজনৈতিক দলের পদ বাগিয়ে নিতে পারেন? অর্থের বিনিময়ে পদ-পদবি পেয়েছেন বলে স্থানীয় বিএনপিতে আলোচনা আছে। আমি লিখিত অভিযোগ দিলেও এখনো ওই শিক্ষক দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।’
উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, ‘দীর্ঘদিন বিরোধী দলের সময় সে দলে ছিল। একটা লোক নিয়া আপনাদের এত নাড়ানাড়ির দরকার নাই। হইছে হইছে। আপনি যে বিধিমালার কথা বলতেছেন, সেটা কমবেশি আমরাও জানি। তারপরও একটা লোককে পদ দেওয়া হইছে। এটা আমাদের নেতারাও জানেন। এখন সে (শিক্ষক শামসুল) চাকরি করবে না দলের পদে থাকবে, সেটা তাকে জিজ্ঞাসা করেন।’
জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক শামসুল আলম সরকার বলেন, ‘আমি দলীয় পদ ছেড়ে দেব। আর কোনো কর্মকাণ্ডে অংশ নেব না। এ নিয়ে ডিপিইও স্যারের সঙ্গে আমার কথা হয়েছে।’
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন শামসুল আলম সরকার ওরফে মোস্তফা শামসুল। তিনি একজন সরকারি কর্মচারী হয়েও একটি রাজনৈতিক দলের গুরুপূর্ণ পদ দখলে রেখেছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে। যা সরকারি চাকরিবিধির স্পষ্ট লঙ্ঘন।
সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব পদে দায়িত্ব নেওয়ায় তাঁর নিজ দলসহ প্রাথমিক শিক্ষা বিভাগে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সমালোচনার জন্ম দিয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি-২৫(১)-এ বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দল বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে কোনোভাবে যুক্ত হতে বা কোনো প্রকারে অংশগ্রহণ বা সহযোগিতা করতে পারবেন না।’ বিধি ২৫(৩)-এ বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী আইন পরিষদ নির্বাচনে কোনো প্রকার প্রচারণা অথবা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব প্রয়োগ অথবা অংশগ্রহণ করতে পারবেন না।’
গত ৩০ এপ্রিল উমর মজিদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অংশগ্রহণ নিষেধ থাকলেও শিক্ষক শামসুল আলম বিধি ভঙ্গ করে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব পদ বাগিয়ে নিয়েছেন।
এ নিয়ে ১৮ মে আবু সাঈদ সরকার নামের আহ্বায়ক কমিটির এক সদস্য কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের (ডিপিইও) কাছে লিখিত অভিযোগ দেন। ডিপিইও স্বপন কুমার রায় চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিপিও স্বপন কুমার বলেন, সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক দল কিংবা কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্পূর্ণ নিষেধ। লিখিত অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে ডেকে নেওয়া হয়েছিল। ইউনিয়ন বিএনপির সদস্যসচিব পদে থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তাঁকে সতর্ক করা হয়েছে। এরপরও তিনি রাজনৈতিক দলের পদ ছেড়ে না দিলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ডিপিইওর মৌখিক সতর্কবার্তার পরও ওই শিক্ষক দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে চলছেন বলে ইউনিয়ন বিএনপির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি বিএনপির কমিটি থেকে পদত্যাগ না করে ২২ মে কমিটির পরিচিতি পর্বসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভা আহ্বান করে তাতে অংশও নিয়েছেন। ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
অভিযোগকারী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সাঈদ সরকার বলেন, ‘ওই শিক্ষক সরকারি চাকরি করেও কীভাবে রাজনৈতিক দলের পদ বাগিয়ে নিতে পারেন? অর্থের বিনিময়ে পদ-পদবি পেয়েছেন বলে স্থানীয় বিএনপিতে আলোচনা আছে। আমি লিখিত অভিযোগ দিলেও এখনো ওই শিক্ষক দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।’
উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, ‘দীর্ঘদিন বিরোধী দলের সময় সে দলে ছিল। একটা লোক নিয়া আপনাদের এত নাড়ানাড়ির দরকার নাই। হইছে হইছে। আপনি যে বিধিমালার কথা বলতেছেন, সেটা কমবেশি আমরাও জানি। তারপরও একটা লোককে পদ দেওয়া হইছে। এটা আমাদের নেতারাও জানেন। এখন সে (শিক্ষক শামসুল) চাকরি করবে না দলের পদে থাকবে, সেটা তাকে জিজ্ঞাসা করেন।’
জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক শামসুল আলম সরকার বলেন, ‘আমি দলীয় পদ ছেড়ে দেব। আর কোনো কর্মকাণ্ডে অংশ নেব না। এ নিয়ে ডিপিইও স্যারের সঙ্গে আমার কথা হয়েছে।’
বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
২ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৪০ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগে