Ajker Patrika

পঞ্চগড়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৭
পঞ্চগড়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

পঞ্চগড় সদর উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের জগদল ঠুটাপাখুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত রাশেদুল ইসলাম (২৮) জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোদাপাড়া এলাকার আফজল হোসেনের ছেলে এবং রিফাত (২০) তেঁতুলিয়া উপজেলার তিরনই ইউনিয়নের গোয়াবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে। আহত শাহিন (২০) সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোদাপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে এবং রনি (২২) তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ এলাকার আলম হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে রাশেদুল-শাহিন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় শহরে যাওয়ার সময় জগদল ঠুটাপাখুরী এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল আরোহী রিফাত-রনি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে রাশেদুল ও রিফাত নিহত হয়। এবং শাহিন ও জনি গুরুতর আহত হলে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শাহিনের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অন্যদিকে রনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত