Ajker Patrika

রাস্তার পাশে পড়ে ছিল মিষ্টি ব্যবসায়ীর লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৫, ২২: ০২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রাস্তার পাশ থেকে মোজাম্মেল হক (৪৫) নামের এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার যাদুরানী বাজারে দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।

আজ সোমবার সকালে উপজেলার খাকরতলা গ্রামের পাকা রাস্তার পাশে তাঁর লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে হরিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে। মোজাম্মেল হকের বাড়ি উপজেলার নন্দগাঁও ভূতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে প্রতিদিনের মতো তিনি তাঁর দোকান বন্ধ করেন। তবে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে রাস্তার পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

প্রথম লাশ দেখতে পাওয়া খাকরতলা গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, ‘সকালে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি, কোনো সাড়াশব্দ নেই। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে পুলিশে খবর দিই।’

যাদুরানী বাজারের ব্যবসায়ী ও মোজাম্মেলের দীর্ঘদিনের সহকর্মী আবদুল মতিন বলেন, ‘মোজাম্মেল ভাই খুবই শান্তস্বভাবের মানুষ ছিলেন। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ ছিল না। এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।’

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত