সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক এক মাসের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রধান শিক্ষক বলছেন তিনি আমেরিকায় আছেন। তাঁর পদটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে অভিযোগ উঠেছে।
আমেরিকায় পাড়ি জমানো ওই শিক্ষকের নাম মোছা. আশরাফী। তিনি সৈয়দপুর পৌর এলাকার রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন জানান, ‘আমেরিকায় অবস্থানকারী অসুস্থ শাশুড়িকে দেখার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন সহকারী শিক্ষক আশরাফী। আবেদনে আমি সুপারিশও করি। পরে তিনি ডিজির অনুমতি সাপেক্ষে বিদেশে চলে যান। তবে যাওয়ার সময় ছুটি মঞ্জুরের কোনো প্রকার কাগজ বা প্রমাণপত্র বিদ্যালয়ে বা উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। গৃহীত এক মাসের ছুটি শেষ হলেও আশরাফী কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২ অক্টোবর ২০২১ এর পর থেকে হাজিরা খাতায় ওই শিক্ষককে অনুপস্থিত দেখানো হচ্ছে।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমার সঙ্গে আশরাফীর কোনো প্রকার যোগাযোগ নেই।’
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা জানান, ওই শিক্ষিকা না থাকায় তাঁর ক্লাসগুলো দীর্ঘ এক বছর ধরে তাঁরা সমন্বয় করে নিচ্ছেন। এতে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। আশরাফী কারও সঙ্গেই যোগাযোগ রাখেনি। এমনকি তিনি তাঁর ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আমার আর কিছুই করার নেই।’
যোগাযোগ করা হলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘ওই শিক্ষিকার ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার জানা থাকলে এত দিনে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নিতাম।’
নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক এক মাসের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রধান শিক্ষক বলছেন তিনি আমেরিকায় আছেন। তাঁর পদটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে অভিযোগ উঠেছে।
আমেরিকায় পাড়ি জমানো ওই শিক্ষকের নাম মোছা. আশরাফী। তিনি সৈয়দপুর পৌর এলাকার রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন জানান, ‘আমেরিকায় অবস্থানকারী অসুস্থ শাশুড়িকে দেখার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন সহকারী শিক্ষক আশরাফী। আবেদনে আমি সুপারিশও করি। পরে তিনি ডিজির অনুমতি সাপেক্ষে বিদেশে চলে যান। তবে যাওয়ার সময় ছুটি মঞ্জুরের কোনো প্রকার কাগজ বা প্রমাণপত্র বিদ্যালয়ে বা উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। গৃহীত এক মাসের ছুটি শেষ হলেও আশরাফী কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২ অক্টোবর ২০২১ এর পর থেকে হাজিরা খাতায় ওই শিক্ষককে অনুপস্থিত দেখানো হচ্ছে।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমার সঙ্গে আশরাফীর কোনো প্রকার যোগাযোগ নেই।’
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা জানান, ওই শিক্ষিকা না থাকায় তাঁর ক্লাসগুলো দীর্ঘ এক বছর ধরে তাঁরা সমন্বয় করে নিচ্ছেন। এতে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। আশরাফী কারও সঙ্গেই যোগাযোগ রাখেনি। এমনকি তিনি তাঁর ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আমার আর কিছুই করার নেই।’
যোগাযোগ করা হলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘ওই শিক্ষিকার ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার জানা থাকলে এত দিনে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নিতাম।’
১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ২ হাজার ৬৬০ একর উঁচু-নিচু পাহাড়ি জমিতে গড়ে ওঠে নেপচুন চা-বাগান। এখানে কাজ করেন প্রায় ১ হাজার ৪০০ শ্রমিক। তাঁদের পদচারণায় নেপচুনের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। গত বছর (জানুয়ারি–ডিসেম্বর ২০২৪) এ বাগানে উৎপাদন হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৬০০ কেজি চা।
৭ মিনিট আগে২০১৮ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় পানি শোধনাগার নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ৩০০ বর্গফুট আয়তনের জায়গায় নির্মিত পানি শোধনাগারটির পরিকল্পনার মধ্যে ছিল পাশের ধলেশ্বরী নদী থেকে প্রতি ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার
১৩ মিনিট আগেসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর কয়েকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কে নিজ বাসভবন সুরাইয়া...
২৭ মিনিট আগেকুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। একটি মাদকের মামলায় ৯ আগস্ট থেকে হাজতি হিসেবে শফিকুল ইসলাম কারাগারে ছিলেন। রোববার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে শফিকুলকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩০ মিনিট আগে