নীলফামারী প্রতিনিধি
সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. হাসান আল মাসুদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানার পুলিশ। গত রোববার বিকেলে সাভারের নন্দন পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আসামি মাসুদকে নীলফামারী আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান আল মাসুদ শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধনিরামপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারের সময় মোবাইল প্রযুক্তি ব্যবহার ও প্রেমের অভিনয় করে ফাঁদ পেতে পর্ণোগ্রাফি বানানো ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার মোকছেদুল ইসলামের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শামীমের। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হলে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। পরে গত ২২ এপ্রিল সাবেক স্বামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগীর বাবা মোকছেদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাসুদ নানাভাবে তাঁর মেয়ে ও পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইলে অন্য ব্যক্তির সাহায্যে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, ‘দুই সপ্তাহ আগে মামলাটি রুজু করা হয়। এর দায়িত্বভার পাওয়ার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমরা। এরপর সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ দুপুরে নীলফামারী আদালতে তোলা হবে।’
সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় মো. হাসান আল মাসুদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জলঢাকা থানার পুলিশ। গত রোববার বিকেলে সাভারের নন্দন পার্কের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আসামি মাসুদকে নীলফামারী আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হাসান আল মাসুদ শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধনিরামপাড়া এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেপ্তারের সময় মোবাইল প্রযুক্তি ব্যবহার ও প্রেমের অভিনয় করে ফাঁদ পেতে পর্ণোগ্রাফি বানানো ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, জলঢাকা উপজেলার বগুলাগাড়ী এলাকার মোকছেদুল ইসলামের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় শামীমের। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হলে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ধারণ করা ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। পরে গত ২২ এপ্রিল সাবেক স্বামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগীর বাবা মোকছেদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাসুদ নানাভাবে তাঁর মেয়ে ও পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মোবাইলে অন্য ব্যক্তির সাহায্যে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, ‘দুই সপ্তাহ আগে মামলাটি রুজু করা হয়। এর দায়িত্বভার পাওয়ার পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমরা। এরপর সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আজ দুপুরে নীলফামারী আদালতে তোলা হবে।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১২ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৯ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে