Ajker Patrika

ঠাকুরগাঁও-১: ভোটের ৯ দিন আগে প্রার্থিতা ফিরে পেলেন তাহমিনা

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭: ৩৮
ঠাকুরগাঁও-১: ভোটের ৯ দিন আগে প্রার্থিতা ফিরে পেলেন তাহমিনা

ভোটের ৯ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেলেন ঠাকুরগাঁও যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাহমিনা আখতার মোল্লা। নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর ২৩ দিনের আইনি লড়াই শেষে, ভোটের মাত্র ৯ দিন আগে প্রার্থিতা বৈধ হলো তাঁর। 

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানি শেষে প্রার্থিতা বৈধতার আদেশ দেন। ফলে ঠাকুরগাঁও-১ আসনে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেকে তাহমিনা আখতারের অংশ নিতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মনসুর হাবিব। 

তিনি বলেন, আদালত এক সংক্ষিপ্ত আদেশে তাহমিনা আখতারকে তাঁর যাবতীয় নির্বাচনের কাজ সম্পন্ন করতে বলেছেন। 

এ বিষয়ে তাহমিনা আখতার মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘১ শতাংশ ভোটারের স্বাক্ষরের হেরফেরে আমার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করি সেখানেও রিটার্নিং কর্মকর্তা আদেশ বহাল রাখে।’ 

তিনি আরও বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করি। হাইকোর্টও দুবার আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার পর আজ চেম্বার আদালতে শুনানি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত