রংপুর প্রতিনিধি
বিস্ফোরক মামলায় রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক কৃষ্ণকান্ত রায় এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদলে কর্মী আরিফ হোসেন।
অন্য দুই আসামি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুকে মারা যাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুস সাত্তার রায়ে সন্তোষ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ২০১৩ সালের ১৯ মে হরতালের আগের রাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ঢাকা কোচে অগ্নিসংযোগের প্রস্তুতির সময় পুলিশ আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছে থেকে ৫৬টি চকলেট বোমাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তৎকালীন কোতোয়ালি থানার এসআই চন্দন কুমার চক্রবর্তী বিস্ফোরক আইনের থানায় একটি মামলা করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য এবং জেরা শেষে তাঁদের বিরুদ্ধে এই রায় দেওয়া হলো। রায় প্রদানের সময় আসামি মাহফুজ উন নবী ডন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী আফতাব হোসেন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতে এই রায়ে জাতি হতবাক হয়েছে। আদালতকে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। রায়ের বিরুদ্ধে আপিল করার হবে।
বিস্ফোরক মামলায় রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক কৃষ্ণকান্ত রায় এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদলে কর্মী আরিফ হোসেন।
অন্য দুই আসামি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুকে মারা যাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুস সাত্তার রায়ে সন্তোষ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ২০১৩ সালের ১৯ মে হরতালের আগের রাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ঢাকা কোচে অগ্নিসংযোগের প্রস্তুতির সময় পুলিশ আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছে থেকে ৫৬টি চকলেট বোমাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তৎকালীন কোতোয়ালি থানার এসআই চন্দন কুমার চক্রবর্তী বিস্ফোরক আইনের থানায় একটি মামলা করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য এবং জেরা শেষে তাঁদের বিরুদ্ধে এই রায় দেওয়া হলো। রায় প্রদানের সময় আসামি মাহফুজ উন নবী ডন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী আফতাব হোসেন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতে এই রায়ে জাতি হতবাক হয়েছে। আদালতকে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। রায়ের বিরুদ্ধে আপিল করার হবে।
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে পরীক্ষার খাতা নিয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
১৮ মিনিট আগেচট্টগ্রাম থেকে পাইপলাইনে কুমিল্লা ডিপোতে পাঠানো জ্বালানি তেলের (ডিজেল) প্রথম পার্সেলেই ঘাটতি ধরা পড়েছে ৩৩ হাজার ৯৫৪ লিটার। কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢোকা নিয়ে আলোড়নের মধ্যে ডিজেলের ঘাটতির বিষয়টি সামনে এল।
২৬ মিনিট আগেকুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির মরদেহ। চর ধূলাসার এলাকার ভাঙা নামের এলাকা থেকে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ।
২৯ মিনিট আগেগাজীপুর সদর উপজেলায় এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান জিনিসসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
৪৪ মিনিট আগে