Ajker Patrika

মুখে কালো কাপড় বেঁধে দাঁড়ালেন নার্সিং শিক্ষার্থীরা

রংপুর প্রতিনিধি
মুখে কালো কাপড় বেঁধে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
মুখে কালো কাপড় বেঁধে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন রংপুরের নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নার্সিং শিক্ষার্থীরা। এতে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাঁরা নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা ক্লিনিক্যাল প্র্যাকটিস ইন্টারশিপ বর্জন করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিপ্লোমায় ভর্তি হতে হয়। তিন বছর ডিপ্লোমা করার পরেও এইচএসসির সমমান মর্যাদা দেওয়া হচ্ছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবি তোলেন তাঁরা।

শিক্ষার্থী ফিরোজ আহমেদ বলেন, ‘আমরা দুবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসেছি। কিন্তু তারা কোনো আশ্বাস দেয়নি। আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছি। ওনারা শুধু সময় চান। লিখিত আকারে কোনো সিদ্ধান্ত দেন না। এ কারণে আমরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছি। ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ আরেক শিক্ষার্থী কামরুন্নাহার কণা বলেন, ‘এইচএসসি পাস করার পর নার্সিং ডিপ্লোমা ভর্তি হয়েছি। তিন বছর ডিপ্লোমা শেষে এইচএসসির সমমান দেওয়া হচ্ছে। তাহলে আমার এই তিন বছর কোথায় হারিয়ে গেল। আমাদের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দিতে হবে। তা না হলে রাজপথে নামতে আমরা বাধ্য হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত