Ajker Patrika

হাসপাতালে ওষুধ আছে, তবু রোগীকে পাঠানো হয় বাইরের দোকানে

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবার নামে চলছে নৈরাজ্য। হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ করা খাবারে রয়েছে ঘাটতি; ওষুধ রয়েছে, তবু রোগীকে পাঠানো হয় বাইরের দোকানে, আর নার্সদের আচরণে নেই মানবিকতা। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে।

আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালায় ঠাকুরগাঁও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরীফ মারজী।

অভিযান শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দুদক কর্মকর্তা আজমির শরীফ মারজী বলেন, ‘সরকারি বরাদ্দ অনুযায়ী একজন রোগীর জন্য প্রতিদিন ১০৯ গ্রাম ব্রয়লার মুরগি সরবরাহ করার কথা। কিন্তু বাস্তবে তা দেওয়া হচ্ছে মাত্র ২২ গ্রাম। ভাত রান্নায় ব্যবহৃত হচ্ছে মোটা চাল, যেখানে বরাদ্দ আছে চিকন চালের। রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে খোলা, অস্বাস্থ্যকর তেল।’

তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ নাপা ও ফেক্সো ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে কিনে নিতে বলা হচ্ছে। ‘রোগীরা ওষুধ চাইলেও দায়িত্বরত কর্মীরা তা দিচ্ছেন না। এমনকি সাধারণ পরীক্ষাগুলোও রোগীদের পাঠানো হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে, অধিক মূল্যে।’

অভিযানে আরও উঠে আসে নার্সদের দুর্ব্যবহারের চিত্র। রোগীদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে মানবিক ব্যবহার তো দূরের কথা, বরং অপমান সহ্য করতে হয় প্রতিনিয়ত। দুদক কর্মকর্তারা জানান, এ নিয়ে কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তারা। ‘ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানা ও টয়লেটের দুর্গন্ধ—সব মিলিয়ে পরিবেশ একেবারে অস্বাস্থ্যকর,’ বলেন দুদক কর্মকর্তারা। এই অভিযানে রোগীরা দুদকের উপস্থিতিকে স্বাগত জানান এবং অভিযোগ জানানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমুজ্জামান বলেন, ‘দুদকের অভিযানে যেসব অনিয়ম উঠে এসেছে, সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত