Ajker Patrika

গাইবান্ধায় মা ও মেয়েকে গণধর্ষণের মামলায় ৩ ‘জিনের বাদশার’ যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ৫৯
গাইবান্ধায় মা ও মেয়েকে গণধর্ষণের মামলায় ৩ ‘জিনের বাদশার’ যাবজ্জীবন

অলৌকিকভাবে মূল্যবান সম্পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মা ও মেয়েকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় ৩ প্রতারক জিনের বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. আব্দুর রহমান এই রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন এমদাদুল হক, বেলাল হোসেন ও খাজা মিয়া। 

মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ১২ মে জামালপুর জেলার সরিষাবাড়ী থেকে মা ও তাঁর মেয়েকে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে আসতে বলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দণ্ডপ্রাপ্ত জিনের বাদশা সংঘবদ্ধ প্রতারক চক্র। অলৌকিকভাবে মূল্যবান সম্পদ পাওয়ার লোভে মা ও মেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জে চলে আসেন। এভাবে গভীর রাতে ফোন পেয়ে জিনের বাদশার প্রতারক চক্রের ফাঁদে পা দেন তাঁরা। রাতেই বাসে করে তাঁরা গোবিন্দগঞ্জের চৌমাথায় নামেন। সেখানে প্রতারক চক্রটি মা ও মেয়েকে নিয়ে নির্জন স্থানে নিয়ে যান। তারপর তাঁদের মুখ বেঁধে প্রথমে মেয়ে ও পরে মাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তাঁদের ফেলে প্রতারক চক্রটি সটকে পড়ে। 

ঘটনা বুঝতে পেয়ে মা ও মেয়ে গোবিন্দগঞ্জ থানায় এসে ধর্ষণ মামলা করেন। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণের পর আজ আদালতে এই রায় দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত