Ajker Patrika

হাসপাতালের বেড ভেঙে মেঝেতে পড়লেন রোগী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
হাসপাতালের বেড ভেঙে মেঝেতে পড়লেন রোগী

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘাড় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক রোগী (৫৫)। ওই রোগীর ছেলে (১২) তাঁর মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে এলে বেডে বসা মাত্রই বেডটির এক পাশের পায়া ভেঙে মেঝেতে পড়ে যান তাঁরা। 

আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রোগীর কোনোরকম ক্ষতি হননি বলে জানিয়েছেন চিকিৎসক। 

উপজেলার থানাহাট ইউনিয়নের ফকির পাড়া এলাকার নুরনেছা বেগম (৫৫) আজ শনিবার সকালে শারীরিকভাবে অসুস্থবোধ করছিলেন। পরে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সন্ধ্যার দিকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় বিছানা ভেঙে পড়ে মেঝেতে পরে যান তিনি। 

নুরনেছা বেগম বলেন, আজ (শনিবার) সকালে ঘাড় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ২৬ নম্বর বিছানা দেওয়া হয় তাঁকে। কিন্তু বিছানাটি নড়বড়ে ছিল। সন্ধ্যার দিকে তাঁর ছেলে নুর হাসান (১২) বিছানার ওপর বসলে ভেঙে পড়ে যায়। এতে সামান্য ব্যথা পেয়েছেন তিনি। তবে হাসপাতালের তদারকির অভাবে এ পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত, বিছানাটি খারাপ ছিল কেউ বুঝতে পারেনি। তবে রোগীর কোনো ক্ষতি হয়নি। তাঁকে বিছানা পরিবর্তন করে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত