বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে কচুর মুখির ভালো ফলন হয়েছে। ন্যায্য দাম পাচ্ছেন কৃষকেরা। এতে বাজারে পর্যাপ্ত কচুর মুখির সরবরাহ হচ্ছে।
আজ রোববার সকালে বিরামপুর নতুন বাজারে গিয়ে দেখা গেছে, বাজারের মোকাম থেকে পাঁচ-ছয়টি ট্রাকে করে কচুর মুখি ঢাকা-কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। প্রতিমণ কচু আকার ভেদে দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় কৃষকদের থেকে কেনা হচ্ছে। এতে উপজেলার কৃষকেরা ন্যায্যদাম পাচ্ছেন।
বাজারে কচুর মুখির সরবরাহের বিষয়ে বিরামপুর নতুন বাজারের ব্যবসায়ী সাদেক হোসেন বলেন, ‘এবার উপজেলায় কচুর মুখির ফলন ভালো হয়েছে। পার্শ্ববর্তী উপজেলাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এই বেশি পরিমাণে কচু আমদানি হচ্ছে।’
কচুর মুখি কেনার কাজে ব্যস্ত থাকা নতুন বাজারের ব্যবসায়ী মিজানুর, আশরাফুল, সাদেকসহ অনেকে বলেন, কচুর মুখির আমদানি ভালো হওয়ায় কচু রপ্তানিতে লাভবান হচ্ছেন।
উপজেলার ভেলাপাড়া গ্রামের কচু চাষি মিলন মিয়া বলেন, ‘এবার মোকামে কচুর সর্বোচ্চ দাম পাওয়ায় যাচ্ছে। ফলন ভালো হওয়ায় অনেক লাভ হচ্ছে।’
মির্জাপুর গ্রামের কৃষক সুনিরাম বলেন, ‘দুই বিঘা জমিতে বারি মুখি কচু-১ চাষ করি। ফলন বেশ ভালো হয়েছে। বাজারে এবার ন্যায্য দাম পাচ্ছি। এলাকায় কচুর মুখির আবাদ বেড়েছে।’
কচুর মুখি আবাদে ঝামেলা কম ও বেশি লাভ হওয়ার কথা আজকের পত্রিকাকে জানান বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ। তিনি বলেন, ‘বিরামপুর উপজেলায় ৫০ হেক্টর জমিতে কচু আবাদের লক্ষ্যমাত্রা ছিল। খরচ কম আর লাভ বেশি হওয়ায় এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।’
অধিকাংশ কৃষক বারি মুখি কচু-১ ও মালশিরা জাতের কচু আবাদে ফলন ভালো পাওয়ায় ভবিষ্যতে এই লক্ষ্যমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা ফিরোজ।
দিনাজপুরের বিরামপুরে কচুর মুখির ভালো ফলন হয়েছে। ন্যায্য দাম পাচ্ছেন কৃষকেরা। এতে বাজারে পর্যাপ্ত কচুর মুখির সরবরাহ হচ্ছে।
আজ রোববার সকালে বিরামপুর নতুন বাজারে গিয়ে দেখা গেছে, বাজারের মোকাম থেকে পাঁচ-ছয়টি ট্রাকে করে কচুর মুখি ঢাকা-কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। প্রতিমণ কচু আকার ভেদে দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় কৃষকদের থেকে কেনা হচ্ছে। এতে উপজেলার কৃষকেরা ন্যায্যদাম পাচ্ছেন।
বাজারে কচুর মুখির সরবরাহের বিষয়ে বিরামপুর নতুন বাজারের ব্যবসায়ী সাদেক হোসেন বলেন, ‘এবার উপজেলায় কচুর মুখির ফলন ভালো হয়েছে। পার্শ্ববর্তী উপজেলাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এই বেশি পরিমাণে কচু আমদানি হচ্ছে।’
কচুর মুখি কেনার কাজে ব্যস্ত থাকা নতুন বাজারের ব্যবসায়ী মিজানুর, আশরাফুল, সাদেকসহ অনেকে বলেন, কচুর মুখির আমদানি ভালো হওয়ায় কচু রপ্তানিতে লাভবান হচ্ছেন।
উপজেলার ভেলাপাড়া গ্রামের কচু চাষি মিলন মিয়া বলেন, ‘এবার মোকামে কচুর সর্বোচ্চ দাম পাওয়ায় যাচ্ছে। ফলন ভালো হওয়ায় অনেক লাভ হচ্ছে।’
মির্জাপুর গ্রামের কৃষক সুনিরাম বলেন, ‘দুই বিঘা জমিতে বারি মুখি কচু-১ চাষ করি। ফলন বেশ ভালো হয়েছে। বাজারে এবার ন্যায্য দাম পাচ্ছি। এলাকায় কচুর মুখির আবাদ বেড়েছে।’
কচুর মুখি আবাদে ঝামেলা কম ও বেশি লাভ হওয়ার কথা আজকের পত্রিকাকে জানান বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ। তিনি বলেন, ‘বিরামপুর উপজেলায় ৫০ হেক্টর জমিতে কচু আবাদের লক্ষ্যমাত্রা ছিল। খরচ কম আর লাভ বেশি হওয়ায় এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।’
অধিকাংশ কৃষক বারি মুখি কচু-১ ও মালশিরা জাতের কচু আবাদে ফলন ভালো পাওয়ায় ভবিষ্যতে এই লক্ষ্যমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা ফিরোজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৯ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১১ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে