Ajker Patrika

বিদেশে সুবিধা করতে না পেরে আ.লীগ আবোলতাবোল বকছে: নিতাই রায় চৌধুরী

রংপুর প্রতিনিধি
বিদেশে সুবিধা করতে না পেরে আ.লীগ আবোলতাবোল বকছে: নিতাই রায় চৌধুরী

বিদেশের মাটিতে সুবিধা করতে না পেরে আওয়ামী লীগ এখন আবোলতাবোল বকছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার বিকেলে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশের পূর্বে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

এ সময় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিদেশের মাটিতে সুবিধা করতে না পেরে এখন আবোলতাবোল বকছেন। বিএনপি যখন জনগণের ভোট ও ভাতের অধিকার নিয়ে মাঠে আন্দোলন করছে ঠিক তখন আওয়ামী লীগে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শান্তি সমাবেশে নামে অশান্তি তৈরি করছে। শান্তি সমাবেশ করে লাভ নেই। জনগণ সব বোঝে। একবার সুযোগ পেলে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে। এই অবৈধ সরকার বিএনপির আন্দোলন দেখে ভয় পেয়ে গেছে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনতার সরকার গঠন করবে।  

নিতাই রায় চৌধুরী আরও বলেন, এই সরকার ভোট ও গণতন্ত্র নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। জনগণকে তাদের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করছেন। জনগণের সঙ্গ তামাশা করতে গিয়ে আওয়ামী লীগ আজ তামাশার দলে পরিণত হয়েছে। তাই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে। 

গ্রেপ্তার, মামলা ও পুলিশি হয়রানি বন্ধ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাহিদা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন-নবী ডন প্রমুখ। 

এদিকে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নগরীর প্রধান সড়কে সমাবেশ শুরু করে। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে আসার সময় পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতা–কর্মীদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতাকে মারধর বর্তমান সভাপতির

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

সাংবাদিককে নির্যাতন: সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত

রাকসু নির্বাচন: প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

নেপালের সামনে ভারতবিরোধী মনোভাব ও হিন্দুত্ববাদের জটিল সমীকরণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত