রংপুর প্রতিনিধি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘কেউ যদি ভোটারদের বাধা দেয়, তাকে কী করতে হবে এটা আমরা জানি। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নেব। সাধারণ ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
আজ সোমবার রংপুর নগরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এসব কথা বলেন।
তিনি জানান, যদি কেউ ভোট বানচাল, নির্বাচন নিয়ে নাশকতা বা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা চালান, তা নস্যাৎ করে দেওয়ার মতো সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে।
ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা সব আসনের মানুষকে উৎসবমুখর পরিবেশে, উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নির্বাচনকেন্দ্রে ভোট দিতে আসার জন্য আহ্বান জানিয়েছি। এখন পর্যন্ত কোনো শঙ্কা অনুভব করছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। আমি মনে করি স্বস্তিদায়ক পরিবেশ আছে। তারপরও সবকিছু বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেব, যাতে ভোটাররা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে।’
রংপুর সফর নিয়ে পুলিশপ্রধান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য বাহিনীর কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রস্তুতি এবং কোনো কিছুর ঘাটতি আছে কি না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘কেউ যদি ভোটারদের বাধা দেয়, তাকে কী করতে হবে এটা আমরা জানি। তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নেব। সাধারণ ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
আজ সোমবার রংপুর নগরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এসব কথা বলেন।
তিনি জানান, যদি কেউ ভোট বানচাল, নির্বাচন নিয়ে নাশকতা বা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা চালান, তা নস্যাৎ করে দেওয়ার মতো সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে।
ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা সব আসনের মানুষকে উৎসবমুখর পরিবেশে, উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নির্বাচনকেন্দ্রে ভোট দিতে আসার জন্য আহ্বান জানিয়েছি। এখন পর্যন্ত কোনো শঙ্কা অনুভব করছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। আমি মনে করি স্বস্তিদায়ক পরিবেশ আছে। তারপরও সবকিছু বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেব, যাতে ভোটাররা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে।’
রংপুর সফর নিয়ে পুলিশপ্রধান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য বাহিনীর কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রস্তুতি এবং কোনো কিছুর ঘাটতি আছে কি না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৪ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে