Ajker Patrika

গাইবান্ধায় চর ভোগদখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ বুধবার করতোয়া নদীর চরের জমি ভোগদখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ বুধবার করতোয়া নদীর চরের জমি ভোগদখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর চরের জমি ভোগদখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ ওই গ্রামের ফসির আকন্দের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, পলুপাড়া গ্রামে করতোয়া নদীর চরের আবাদি জমি নিয়ে আব্দুল মজিদ ও আমিরুল ইসলামের পক্ষের বিরোধ চলছে। আজ সকালে ওই জমির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০), আলমগীর হোসেনসহ (৪৫) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, আব্দুল মজিদকে আগেই মারা গেছেন।

গুরুতর আহত আমিরুল ইসলাম ও তাজেল আকন্দকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ নামের একজন মারা গেছেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করবেন বলে জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত