রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের (রসিক) জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। জনদুর্ভোগের প্রতিবাদে আজ রোববার দুপুরে সাতমাথা এলাকার ভাঙা সড়কে প্রতীকী ‘গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা।
এর আগে ২০ জুন আজকের পত্রিকায় ‘রংপুর সিটি করপোরেশনের ৩০০ কিমি সড়কে হাজারো গর্ত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে ভোগান্তির কথা তুলে ধরা হয়।
প্রতীকী ‘গায়েবানা জানাজা’ কর্মসূচির আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। জমে থাকা বৃষ্টির পানিতে সড়কে কাদা হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে প্রতিদিন শিক্ষার্থী, রোগীসহ হাজারো মানুষ ভোগান্তিতে পড়ছে।
জনসাধারণের এমন ব্যতিক্রমী প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে নাগরিক সচেতনতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
গায়েবি জানাজায় অংশ নেওয়া রাজিমুজ্জামান হৃদয় বলেন, ‘সিটি করপোরেশন আমাদের দেওয়া করের টাকায় চললেও, আমাদের দুর্ভোগের দায় নিচ্ছে না। দুই বছর ধরে সড়কের এই দুরবস্থা। আমরা গর্তে নয়, রাস্তায় চলতে চাই। আমরা মনে করি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই সড়কে গায়েবি জানাজা। বেঁচে থাকলে তো সড়কটি চলাচল করার মতো উপযোগী করে দিত।’
স্থানীয় বাসিন্দা এহসানুল হক সুমন বলেন, ‘বাংলাদেশের আর কোথাও মনে হয় এমন সড়ক নেই। গ্রামের রাস্তাও অনেক ভালো। দীর্ঘ দিন ধরে সড়কটি বেহাল। কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আমরা ট্যাক্স, ভ্যাট দিই, উন্নয়নকাজ দেখি না।’
আনোয়ারুল ইসলাম নামের একজন অটোরিকশাচালক বলেন, ‘দিন দিন সড়কের গর্তগুলো ডোবায় পরিণত হচ্ছে। প্রতিদিন অটোরিকশা, ভ্যান উল্টে যায়।’
রসিক সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনে সড়কপথ রয়েছে ১ হাজার ৪৫৬ কিলোমিটার। এর মধ্যে ৯৫৩ কিলোমিটার পাকা ও ৫০৩ কিলোমিটার কাঁচা সড়ক। ৯৫৩ কিলোমিটার পাকা সড়কের প্রায় ৩০০ কিলোমিটার অংশ ভাঙাচোরা। সে হিসেবে পাকা সড়কের এক-তৃতীয়াংশই বর্তমানে চলাচলের অনুপযোগী।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কই নয়, সিটি করপোরেশন এলাকায় ৩০০ কিলোমিটার পাকা সড়ক ভাঙাচোরা, খানাখন্দে ভরে গেছে। এগুলো সংস্কারের জন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকারের ভিত্তিতে ওই সড়কের কাজ শুরু করা হবে।’
রংপুর সিটি করপোরেশনের (রসিক) জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। জনদুর্ভোগের প্রতিবাদে আজ রোববার দুপুরে সাতমাথা এলাকার ভাঙা সড়কে প্রতীকী ‘গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা।
এর আগে ২০ জুন আজকের পত্রিকায় ‘রংপুর সিটি করপোরেশনের ৩০০ কিমি সড়কে হাজারো গর্ত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে ভোগান্তির কথা তুলে ধরা হয়।
প্রতীকী ‘গায়েবানা জানাজা’ কর্মসূচির আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। জমে থাকা বৃষ্টির পানিতে সড়কে কাদা হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে প্রতিদিন শিক্ষার্থী, রোগীসহ হাজারো মানুষ ভোগান্তিতে পড়ছে।
জনসাধারণের এমন ব্যতিক্রমী প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে নাগরিক সচেতনতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
গায়েবি জানাজায় অংশ নেওয়া রাজিমুজ্জামান হৃদয় বলেন, ‘সিটি করপোরেশন আমাদের দেওয়া করের টাকায় চললেও, আমাদের দুর্ভোগের দায় নিচ্ছে না। দুই বছর ধরে সড়কের এই দুরবস্থা। আমরা গর্তে নয়, রাস্তায় চলতে চাই। আমরা মনে করি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই সড়কে গায়েবি জানাজা। বেঁচে থাকলে তো সড়কটি চলাচল করার মতো উপযোগী করে দিত।’
স্থানীয় বাসিন্দা এহসানুল হক সুমন বলেন, ‘বাংলাদেশের আর কোথাও মনে হয় এমন সড়ক নেই। গ্রামের রাস্তাও অনেক ভালো। দীর্ঘ দিন ধরে সড়কটি বেহাল। কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আমরা ট্যাক্স, ভ্যাট দিই, উন্নয়নকাজ দেখি না।’
আনোয়ারুল ইসলাম নামের একজন অটোরিকশাচালক বলেন, ‘দিন দিন সড়কের গর্তগুলো ডোবায় পরিণত হচ্ছে। প্রতিদিন অটোরিকশা, ভ্যান উল্টে যায়।’
রসিক সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনে সড়কপথ রয়েছে ১ হাজার ৪৫৬ কিলোমিটার। এর মধ্যে ৯৫৩ কিলোমিটার পাকা ও ৫০৩ কিলোমিটার কাঁচা সড়ক। ৯৫৩ কিলোমিটার পাকা সড়কের প্রায় ৩০০ কিলোমিটার অংশ ভাঙাচোরা। সে হিসেবে পাকা সড়কের এক-তৃতীয়াংশই বর্তমানে চলাচলের অনুপযোগী।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কই নয়, সিটি করপোরেশন এলাকায় ৩০০ কিলোমিটার পাকা সড়ক ভাঙাচোরা, খানাখন্দে ভরে গেছে। এগুলো সংস্কারের জন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকারের ভিত্তিতে ওই সড়কের কাজ শুরু করা হবে।’
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৮ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৩ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে