Ajker Patrika

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নব-নির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নব-নির্বাচিত ইউপি সদস্যের মৃত্যু

দুর্বৃত্তের হামলায় গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) আব্দুর রউফ মাস্টারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রউফ মাস্টার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোরগ প্রতীকে নিয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। আব্দুর রউফ মিয়া গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে লক্ষ্মীপুর বাজার থেকে বন্ধু রুহুল আমিনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুর রউফ। পথে গোবিন্দপুর গ্রামের পাকা সড়কের ব্রিজ নির্মাণের কাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে পার হচ্ছিলেন আব্দুর রউফ। এ সময় হঠাৎ করে আব্দুর রউফের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে আরিফ নামের এক বখাটে যুবক। এতে গুরুতর আহত হয় আব্দুর রউফ। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী আরিফের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

সদর থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত