Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কুঠিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ডোবার পানি সেচে মাছ ধরতে যায় কুঠিবাড়ি গ্রামের এমদাদুল হক এন্তা (৬০) ও তাঁর নাতি রাকেশ (৫)। এ সময় তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 

প্রত্যক্ষদর্শী মামুন জানান, একটি চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি এমদাদুল পানিতে এবং রাকেশ ডোবার তীরে পড়ে আছে। কে আগে বিদ্যুতায়িত হয়েছে তা বোঝা যায়নি। 

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বিদ্যুতায়িতদের আত্মীয়স্বজন প্রথমে রাকেশকে ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এমদাদুলকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমা হক জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত শিশুটির মৃত্যু হয়েছিল। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি ও তাঁর নাতি মারা যাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত