Ajker Patrika

কাউনিয়ায় যাত্রী সেজে ইজিবাইক চুরি, গ্রেপ্তার ১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় যাত্রী সেজে ইজিবাইক চুরি, গ্রেপ্তার ১

রংপুরের কাউনিয়ায় যাত্রী সেজে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় চোর চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের রাজেন্দ্র বাজার তিস্তা রেলওয়ে সেতু এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতেই ইজিবাইক (অটোরিকশা) চুরির ঘটনায় কাউনিয়া থানায় একটি মামলা করা হয়েছে। 

গ্রেপ্তার তাহেরা বেগম (৩২) রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশেমপুর গ্রামের তারা মিয়ার মেয়ে এবং গাইবান্ধার সাঘাটা সদর উপজেলার সুমন মোল্লার স্ত্রী। তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। 

মামলার তদন্তকারী উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, বুধবার দুপুরের দিকে সংঘবদ্ধ চোর দলের সদস্য তাহেরা ও তাঁর দুই সহযোগী সুমি এবং আশরাফুল রংপুর শহরের সাতমাথা এলাকা থেকে কাউনিয়া রেলওয়ে সেতুতে ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রীবেশে পীরগাছার তালুক ইসাদ ফকিরটারী গ্রামের মৃত মীর হোসেনের ছেলে সুমন মিয়া (২২) ব্যাটারি চালিত ইজিবাইক (অটোরিকশা) ভাড়া করেন। চালক সুমন মিয়া কাউনিয়া রেলওয়ে সেতু এলাকায় ইজিবাইক নিয়ে পৌঁছালে, সংঘবদ্ধ চোর দরের সদস্য তাহেরা অটোরিকশায় বসে থাকেন এবং তাঁর দুই সহযোগী অটোরিকশা থেকে নেমে তিস্তা সড়ক সেতু এলাকায় ঘুরতে চলে যায়। এ সময় তাহেরা কৌশলে অটোরিকশা থেকে নেমে চালক সুমন মিয়াকে রেলওয়ে সেতুর ওপর নিয়ে যায়। এ সুযোগে তাহেরার দুই সহযোগী সুমি ও আশরাফুল অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। সুমন মিয়া রেলসেতু থেকে এসে অটোরিকশা দেখতে না পেয়ে সেতু এলাকার লোকজন এবং কাউনিয়া থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সংঘবদ্ধ চোর দলের সদস্য তাহেরাকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম ঘটনার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা যাত্রী সেজে ঘুরতে এসে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করেছে। তাঁদের বিরুদ্ধে চুরি এবং চোরাই অটোরিকশা উদ্ধারে আইনে মামলা দায়ের করা হয়েছে। অচিরেই চোরাই অটোরিকশাটি উদ্ধার করতে পারব বলে আশা রাখছি।’     
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত