Ajker Patrika

সৈয়দপুরে জ্বালানি তেলের তীব্র সংকট

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে জ্বালানি তেলের তীব্র সংকট

নীলফামারীর সৈয়দপুরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পেট্রল ও অকটেন মিলছে না বেশির ভাগ পাম্পেই। জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এমনটি জানিয়েছেন কয়েকজন যানবাহন চালক। আর পাম্প মালিকদের দাবি, ঈদের পর থেকে চাহিদার তুলনায় তেল সরবরাহ কম হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। 

জেলা পেট্রল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সূত্রমতে, জেলায় ৩৬টি তেল পাম্পে প্রতিদিন প্রায় ৭০ হাজার লিটার পেট্রল ও ২৫ হাজার লিটার অকটেন প্রয়োজন হয়। কিন্তু গত তিন মাস থেকে জ্বালানি পেট্রল ও অকটেনের সরবরাহ কম ছিল। এক মাস ধরে অকটেনের সরবরাহ নেই। 

আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন নেই। কিছু কিছু পাম্পে শুধুমাত্র ডিজেল আছে। তবে তাও চাহিদার তুলনায় কম হওয়ায় অল্প পরিমাণে বিক্রি করছে। তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন যানবাহনচালকরা। শহরের রাজা ফিলিং স্টেশনে তেল নিতে এসেছিলেন মাসুদ রানা (৩৫)। তিনি বলেন, ‘তিনটি পাম্প ঘুরেছি। কোন পাম্পেই নেই পেট্রল কিংবা অকটেন। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছি।’ 

একই অবস্থা ওয়াসিম হোসেনের। তিনি পেট্রলের জন্য ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। তিনি বলেন, ‘আমি রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পরিবার নিয়ে থাকি সৈয়দপুরে। প্রতিদিন অন্তত ৮০ থেকে ৯০ কিলোমিটার পাড়ি দিতে হয়। দুই দিন ধরে পেট্রলের জন্য ঘুরে একটি পাম্পে থেকে অকটেন নিলাম। তবে সেটিও চাহিদামত পেলাম না। মাত্র দুই লিটার তেল দিয়েছে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, ঈদের কয়েক দিন আগেই পেট্রল সংকট দেখা দিয়েছে। মানুষকে দিতে পারছি না। ঈদের কিছুদিন আগে যা অকটেন এসেছিল, সেগুলো দিয়ে কোনো রকমে চালাতে হচ্ছে। 

নীলফামারী জেলা পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান স্বপন জানান, গত তিন মাস থেকে পেট্রল সংকট চলছে। দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে না পেয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে তেল নিয়ে পাম্পগুলো চালাতে হচ্ছিল। কিন্তু এখন বাঘাবাড়ী ডিপোতেও পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে পাম্পগুলোতে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত