মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর সদর বাজারে সবজি বেচাকেনা হচ্ছে পোয়া (২৫০ গ্রাম) দরে। দাম বেড়ে যাওয়ায় লোকজন পরিমাণে কম কিনছে। এমনকি সবজির দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটছে।
আজ সোমবার উপজেলা সদর বাজারে গিয়ে কয়েকজন ক্রেতা-বিক্রেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, শাকসবজির দাম বেড়ে যাওয়ায় কেজির ওজনে বেচাকেনা কমেছে। দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ক্রেতা যেমন পোয়ার (২৫০ গ্রাম) ওজনে কেনাকাটা করছেন, বিক্রেতারাও কেজির বদলে পোয়ার পরিমাণে দাম হাঁকাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত সৈনিক বলেন, তিনি বিক্রেতার কাছে বেগুনের দাম জানতে চাইলে বলা হয় ২০ টাকা। আধা কেজি (৫০০ গ্রাম) নিয়ে ১০ টাকা দিলে বিক্রেতা আপত্তিকর ভাষায় আরও ৩০ টাকা দাবি করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিক্রেতা জানান, দাম শুনে ক্রেতারা যাতে চমকে না ওঠেন এ জন্য পোয়ার (২৫০ গ্রাম) পরিমাণে দাম হাঁকাচ্ছেন।
সবজি বিক্রেতা হাফিজুর রহমান বলেন, ‘এক কেজি শিমের দাম ২০০ টাকা। দাম চাইতেও লজ্জা লাগে। তাই পোয়ার পরিমাণে দাম চাচ্ছি। বর্তমানে আদা, রসুন, পেঁয়াজ মরিচ, শিম, করলা, ফুলকপি, বেগুন, টমেটো, গাজর কেজির বদলে পোয়ায় বেচাকেনা হচ্ছে।’
একই বাজারের সবজি ক্রেতা আবুল হোসেন বলেন, সব ধরনের শাকসবজির দাম বেড়ে গেছে। তাই পরিমাণে কম কিনে চাহিদা পূরণ করতে হচ্ছে।
স্থানীয় মুদি ব্যবসায়ী নুর আলম বলেন, বেচাকেনা কমে গেছে। চিনি, তেল ডাল, জিরাসহ বিভিন্ন দ্রব্য গ্রাম হিসেবে বেচাকেনা হচ্ছে।
ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, প্রতিকেজি আলুর দাম ৭০ টাকা। আগে ক্রেতারা এক-দুই কেজি করে কিনত। এখন কেনে আধা কেজি করে।
রংপুরের মিঠাপুকুর সদর বাজারে সবজি বেচাকেনা হচ্ছে পোয়া (২৫০ গ্রাম) দরে। দাম বেড়ে যাওয়ায় লোকজন পরিমাণে কম কিনছে। এমনকি সবজির দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটছে।
আজ সোমবার উপজেলা সদর বাজারে গিয়ে কয়েকজন ক্রেতা-বিক্রেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, শাকসবজির দাম বেড়ে যাওয়ায় কেজির ওজনে বেচাকেনা কমেছে। দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ক্রেতা যেমন পোয়ার (২৫০ গ্রাম) ওজনে কেনাকাটা করছেন, বিক্রেতারাও কেজির বদলে পোয়ার পরিমাণে দাম হাঁকাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত সৈনিক বলেন, তিনি বিক্রেতার কাছে বেগুনের দাম জানতে চাইলে বলা হয় ২০ টাকা। আধা কেজি (৫০০ গ্রাম) নিয়ে ১০ টাকা দিলে বিক্রেতা আপত্তিকর ভাষায় আরও ৩০ টাকা দাবি করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিক্রেতা জানান, দাম শুনে ক্রেতারা যাতে চমকে না ওঠেন এ জন্য পোয়ার (২৫০ গ্রাম) পরিমাণে দাম হাঁকাচ্ছেন।
সবজি বিক্রেতা হাফিজুর রহমান বলেন, ‘এক কেজি শিমের দাম ২০০ টাকা। দাম চাইতেও লজ্জা লাগে। তাই পোয়ার পরিমাণে দাম চাচ্ছি। বর্তমানে আদা, রসুন, পেঁয়াজ মরিচ, শিম, করলা, ফুলকপি, বেগুন, টমেটো, গাজর কেজির বদলে পোয়ায় বেচাকেনা হচ্ছে।’
একই বাজারের সবজি ক্রেতা আবুল হোসেন বলেন, সব ধরনের শাকসবজির দাম বেড়ে গেছে। তাই পরিমাণে কম কিনে চাহিদা পূরণ করতে হচ্ছে।
স্থানীয় মুদি ব্যবসায়ী নুর আলম বলেন, বেচাকেনা কমে গেছে। চিনি, তেল ডাল, জিরাসহ বিভিন্ন দ্রব্য গ্রাম হিসেবে বেচাকেনা হচ্ছে।
ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, প্রতিকেজি আলুর দাম ৭০ টাকা। আগে ক্রেতারা এক-দুই কেজি করে কিনত। এখন কেনে আধা কেজি করে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৬ ঘণ্টা আগে