Ajker Patrika

স্ত্রীর করা মামলায় কারাগারে স্বামীর মৃত্যু

রংপুর প্রতিনিধি
স্ত্রীর করা মামলায় কারাগারে স্বামীর মৃত্যু

রংপুর কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে ছিলেন। 

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

কারাগার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা মনোয়ারুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় রংপুরের আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে থাকা অবস্থায় তিনি দুইবার অসুস্থ হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হন। ফের আজ (বৃহস্পতিবার) সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক আজকের পত্রিকাকে বলেন, ‘হাজতি আনোয়ারুল ইসলাম অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও দুইবার তিনি অসুস্থ হয়ে ছিলেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পোস্টমর্টেমের পর চিকিৎসকের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত