সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার ৫৫টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ ৮ হাজার ৪০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন চুরি যাওয়া এসব তারের মূল্য প্রায় সাত লাখ টাকা।
গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা ওই তার চুরি করে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
মেয়র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেপরোয়া চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা যায়, ওই রাতে পৌর কুন্দল এলাকায় অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রাবেয়া মোড় পর্যন্ত দিনাজপুর সড়কে ৩৫টি ও আদর্শ কলেজ থেকে ভাটিখানা পর্যন্ত ১০টি এবং হঠাৎপাড়া এলাকার ১০টি ল্যাম্পপোস্টর ভূ-গর্ভ থেকে ওই তার চুরি করে দুর্বৃত্তরা। ফলে রাতে সড়কে অন্ধকার নেমে আসে।
তামিম রহমান নামের স্থানীয় এক যুবক বলেন, প্রতিদিনের মতো রোববার খুব সকাল ঘুম থেকে ওঠে হাঁটতে বের হয়ে দেখি প্রতিটি ল্যাম্পপোস্টের তার কাটা। কাটা তার পানিতে পড়েছিল। এখানে শিশু বৃদ্ধরা যাতায়াত করে থাকেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত।
সৈয়দপুর কুন্দল এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল বলেন, ‘ভূ-গর্ভস্থ তার চুরি একটি ঝুঁকিপূর্ণ কাজ। এদিকে প্রায় এ রকম চুরির ঘটনা ঘটছে। আমি ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক বিদ্যুৎ কর্মী বলেন, ‘সব মিলে ৮ হাজার ৪০০ গজ তার চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। চুরি যাওয়ার ফলে ওই এলাকায় অন্ধকার ছিল। সকাল থেকে আমরা তা সচল করার চেষ্টা করছি।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। পৌর কর্তৃপক্ষ এখনো মামলা করেনি। তবে পুলিশ মাঠে নেমেছে। দ্রুত ওই চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার ৫৫টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ ৮ হাজার ৪০০ গজ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন চুরি যাওয়া এসব তারের মূল্য প্রায় সাত লাখ টাকা।
গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা ওই তার চুরি করে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
মেয়র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেপরোয়া চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর পৌরসভা সূত্রে জানা যায়, ওই রাতে পৌর কুন্দল এলাকায় অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রাবেয়া মোড় পর্যন্ত দিনাজপুর সড়কে ৩৫টি ও আদর্শ কলেজ থেকে ভাটিখানা পর্যন্ত ১০টি এবং হঠাৎপাড়া এলাকার ১০টি ল্যাম্পপোস্টর ভূ-গর্ভ থেকে ওই তার চুরি করে দুর্বৃত্তরা। ফলে রাতে সড়কে অন্ধকার নেমে আসে।
তামিম রহমান নামের স্থানীয় এক যুবক বলেন, প্রতিদিনের মতো রোববার খুব সকাল ঘুম থেকে ওঠে হাঁটতে বের হয়ে দেখি প্রতিটি ল্যাম্পপোস্টের তার কাটা। কাটা তার পানিতে পড়েছিল। এখানে শিশু বৃদ্ধরা যাতায়াত করে থাকেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত।
সৈয়দপুর কুন্দল এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল বলেন, ‘ভূ-গর্ভস্থ তার চুরি একটি ঝুঁকিপূর্ণ কাজ। এদিকে প্রায় এ রকম চুরির ঘটনা ঘটছে। আমি ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক বিদ্যুৎ কর্মী বলেন, ‘সব মিলে ৮ হাজার ৪০০ গজ তার চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। চুরি যাওয়ার ফলে ওই এলাকায় অন্ধকার ছিল। সকাল থেকে আমরা তা সচল করার চেষ্টা করছি।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। পৌর কর্তৃপক্ষ এখনো মামলা করেনি। তবে পুলিশ মাঠে নেমেছে। দ্রুত ওই চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ২ হাজার ৬৬০ একর উঁচু-নিচু পাহাড়ি জমিতে গড়ে ওঠে নেপচুন চা-বাগান। এখানে কাজ করেন প্রায় ১ হাজার ৪০০ শ্রমিক। তাঁদের পদচারণায় নেপচুনের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। গত বছর (জানুয়ারি–ডিসেম্বর ২০২৪) এ বাগানে উৎপাদন হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৬০০ কেজি চা।
৭ মিনিট আগে২০১৮ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় পানি শোধনাগার নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ৩০০ বর্গফুট আয়তনের জায়গায় নির্মিত পানি শোধনাগারটির পরিকল্পনার মধ্যে ছিল পাশের ধলেশ্বরী নদী থেকে প্রতি ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার
১৩ মিনিট আগেসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর কয়েকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কে নিজ বাসভবন সুরাইয়া...
২৭ মিনিট আগেকুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। একটি মাদকের মামলায় ৯ আগস্ট থেকে হাজতি হিসেবে শফিকুল ইসলাম কারাগারে ছিলেন। রোববার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে শফিকুলকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩০ মিনিট আগে