Ajker Patrika

পেটের ব্যথা সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধি, সাদুল্লাপুর (গাইবান্ধা)
আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৪: ৫৭
পেটের ব্যথা সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পেটের ব্যথা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে দিপা রানী (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আজম মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নুর আজম মণ্ডল বলেন, ‘পরিবারের লোকজনের অজান্তে বিকেলে নিজ ঘরের ধরনার (তীর) সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে দিপা। পরে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে অবগত করা হয়।’ 

নুর আজম মণ্ডল আরও বলেন, ‘দিপা দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল। তার বাবা একজন দিনমজুর। অভাব–অনাটনের সংসারে দরিদ্র বাবা টাকার অভাবে তাঁর তেমন কোনো চিকিৎসা করাতে পারেননি। এ অবস্থায় দিপা পেটের ব্যথা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ 

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) কনক বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত