রংপুর প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ঢাকায় বসে রংপুরের বাস্তবতা বোঝা সম্ভব নয়। তাই সরাসরি মাঠে এসে ফিল নেওয়ার চেষ্টা করছি। রংপুরে সম্ভাবনার অভাব নেই, প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন।’ আজ শনিবার বেলা ১১টায় রংপুর ক্রিকেট গার্ডেনে স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘চার দিনের ক্রিকেট, এক দিনের ক্রিকেট থেকে শুরু করে স্কুল ক্রিকেট—সব জায়গায় রংপুর চ্যাম্পিয়ন। এটা প্রমাণ করে এখানকার প্রতিভার ঘাটতি নেই, প্ল্যাটফর্মের অভাব রয়েছে।’
বিসিবি এখন কেন্দ্রীয়করণ নয় বরং বিকেন্দ্রীকরণের পথে হাঁটছে উল্লেখ করে বিসিবির সভাপতি বলেন, রাজশাহী ও রংপুর মিলিয়ে একটি জোন গঠন করে আমরা প্রিমিয়ার লিগ, নারী ক্রিকেট, কোচিং ও ট্যালেন্ট হান্ট চালু করব। পাশাপাশি স্থানীয় আম্পায়ার, কোচ ও প্রশাসনকে সম্পৃক্ত করে ‘রংপুর ক্রিকেট বোর্ডের’ মতো একটি কাঠামো গড়ে তোলা হবে।
স্থানীয় মাঠ ও অবকাঠামোর উন্নয়নই এখন প্রধান লক্ষ্য জানিয়ে বুলবুল বলেন, ‘একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে—যেখানে নিয়মিত খেলা হবে, মেধা বিচার করে সিলেকশন হবে, আর স্বজনপ্রীতির অবসান হবে। গত ২১ বছরে মাত্র ৩-৪ বার লিগ হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক। এই ভুলগুলো যেন আর না হয়। আমাদের কাজ হবে প্রপার কোচিং, ট্রেনিং ও শিক্ষা নিশ্চিত করা।’
সবার সহযোগিতা কামনা করে বুলবুল বলেন, ‘এই উদ্যোগ সফল করতে হলে শুধু বোর্ড নয়, রংপুরবাসীসহ সবাইকে পাশে থাকতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যা বলেছি, তা করেই দেখাব ইনশা আল্লাহ।’ এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, বাংলাদেশ নারী ক্রিকেট অধিনায়ক নীগার সুলতানা, সাবেক ক্রিকেটার নাসির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা প্রমুখ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ঢাকায় বসে রংপুরের বাস্তবতা বোঝা সম্ভব নয়। তাই সরাসরি মাঠে এসে ফিল নেওয়ার চেষ্টা করছি। রংপুরে সম্ভাবনার অভাব নেই, প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন।’ আজ শনিবার বেলা ১১টায় রংপুর ক্রিকেট গার্ডেনে স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘চার দিনের ক্রিকেট, এক দিনের ক্রিকেট থেকে শুরু করে স্কুল ক্রিকেট—সব জায়গায় রংপুর চ্যাম্পিয়ন। এটা প্রমাণ করে এখানকার প্রতিভার ঘাটতি নেই, প্ল্যাটফর্মের অভাব রয়েছে।’
বিসিবি এখন কেন্দ্রীয়করণ নয় বরং বিকেন্দ্রীকরণের পথে হাঁটছে উল্লেখ করে বিসিবির সভাপতি বলেন, রাজশাহী ও রংপুর মিলিয়ে একটি জোন গঠন করে আমরা প্রিমিয়ার লিগ, নারী ক্রিকেট, কোচিং ও ট্যালেন্ট হান্ট চালু করব। পাশাপাশি স্থানীয় আম্পায়ার, কোচ ও প্রশাসনকে সম্পৃক্ত করে ‘রংপুর ক্রিকেট বোর্ডের’ মতো একটি কাঠামো গড়ে তোলা হবে।
স্থানীয় মাঠ ও অবকাঠামোর উন্নয়নই এখন প্রধান লক্ষ্য জানিয়ে বুলবুল বলেন, ‘একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে—যেখানে নিয়মিত খেলা হবে, মেধা বিচার করে সিলেকশন হবে, আর স্বজনপ্রীতির অবসান হবে। গত ২১ বছরে মাত্র ৩-৪ বার লিগ হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক। এই ভুলগুলো যেন আর না হয়। আমাদের কাজ হবে প্রপার কোচিং, ট্রেনিং ও শিক্ষা নিশ্চিত করা।’
সবার সহযোগিতা কামনা করে বুলবুল বলেন, ‘এই উদ্যোগ সফল করতে হলে শুধু বোর্ড নয়, রংপুরবাসীসহ সবাইকে পাশে থাকতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যা বলেছি, তা করেই দেখাব ইনশা আল্লাহ।’ এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, বাংলাদেশ নারী ক্রিকেট অধিনায়ক নীগার সুলতানা, সাবেক ক্রিকেটার নাসির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না।
২ মিনিট আগে১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৭ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৯ মিনিট আগে