ঠাকুরগাঁও প্রতিনিধি
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সরকারের পদত্যাগসহ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের পাতানো দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার, তথা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। দেশের মানুষ যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ তৈরি করতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন রকম আইন করেছে, যাতে কেউ কথা বলতে না পারে। সবাই যেন ভয়ে চুপ থাকে সে কারণে ডিজিটাল নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি আইন তৈরি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাঁর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। শত-শত নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। যাতে কেউ ভয়ে কথা বলতে না পারে, সে জন্য মিথ্যা মামলা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সারা দেশের মানুষকে তারা একটা অন্ধকার, অস্থির, শ্বাসরুদ্ধকর পরিবেশে নিয়ে গেছে। সরকারের সমালোচনা করা যাবে না। যখন পৃথিবীর সকল উন্নত দেশ বলছে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করতে হবে, তখন আমাদের দেশের আইনমন্ত্রী গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন-এই আইন বাতিল হবে না। কারণ তিনি জানেন, এই সমস্ত আইন বাতিল হলে তারা জনগণের সামনে দাঁড়াতে পারবে না। এই সরকার খুব পরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, গণমাধ্যম, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে দলীয়করণ করে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’
অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন-জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী প্রমুখ।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সরকারের পদত্যাগসহ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের পাতানো দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার, তথা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। দেশের মানুষ যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ তৈরি করতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন রকম আইন করেছে, যাতে কেউ কথা বলতে না পারে। সবাই যেন ভয়ে চুপ থাকে সে কারণে ডিজিটাল নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি আইন তৈরি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাঁর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। শত-শত নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। যাতে কেউ ভয়ে কথা বলতে না পারে, সে জন্য মিথ্যা মামলা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সারা দেশের মানুষকে তারা একটা অন্ধকার, অস্থির, শ্বাসরুদ্ধকর পরিবেশে নিয়ে গেছে। সরকারের সমালোচনা করা যাবে না। যখন পৃথিবীর সকল উন্নত দেশ বলছে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করতে হবে, তখন আমাদের দেশের আইনমন্ত্রী গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন-এই আইন বাতিল হবে না। কারণ তিনি জানেন, এই সমস্ত আইন বাতিল হলে তারা জনগণের সামনে দাঁড়াতে পারবে না। এই সরকার খুব পরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, গণমাধ্যম, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে দলীয়করণ করে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’
অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন-জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী প্রমুখ।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
১২ মিনিট আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
১৩ মিনিট আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৪২ মিনিট আগেপ্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম।
১ ঘণ্টা আগে