ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার ডিমলা-ডালিয়া সড়কের কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা মোটরসাইকেলে করে লালমনিরহাট আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন।
নিহত জাহিনুর উপজেলা সদর ইউনিয়নের ছোটপুল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত দিনাজপুরের বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিস্টার আলী নিহতের চাচাতো ভাই। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আজ সকালে মামলায় সাক্ষ্য দিতে চাচাতো ভাই জাহিনুরকে সঙ্গে নিয়ে লালমনিরহাট আদালতের উদ্দেশ্য রওনা দেন এসআই আলী। পথে উপজেলা সদরের কলেজ পাড়া এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় জাহিনুরের মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় আজকের পত্রিকাকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিনুর ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার ডিমলা-ডালিয়া সড়কের কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা মোটরসাইকেলে করে লালমনিরহাট আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন।
নিহত জাহিনুর উপজেলা সদর ইউনিয়নের ছোটপুল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত দিনাজপুরের বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিস্টার আলী নিহতের চাচাতো ভাই। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আজ সকালে মামলায় সাক্ষ্য দিতে চাচাতো ভাই জাহিনুরকে সঙ্গে নিয়ে লালমনিরহাট আদালতের উদ্দেশ্য রওনা দেন এসআই আলী। পথে উপজেলা সদরের কলেজ পাড়া এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় জাহিনুরের মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় আজকের পত্রিকাকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিনুর ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৫ মিনিট আগেচারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট–টাই, গায়ে কালো রঙের গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে সবাই একত্রিত। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকেই ছবি তুলছেন। কেউ নিজের গা থেকে গাউন খুলে মা–বাবার গায়ে পরিয়ে দিচ্ছেন...
৯ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল শিল্পকলা একাডেমিতে অচলাবস্থা তৈরি হয়েছে। পাঁচ মাস ধরে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিকল থাকায় হল ভাড়া নিচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এদিকে সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাতেও...
১৬ মিনিট আগেনীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
৩৭ মিনিট আগে